Sunday, 19 December 2021

সাবেক সংসদ সদস্য বিত্রনপি'র কেন্দ্রীয় নেতা চৌধুরী আকমাল ইবনে ইউসুফ আর নেই

আনোয়ার জাহিদ: ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিত্রনপি'র নেতা চৌধুরী আকমাল ইবনে ইউসুফ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর।

তিনি গতকাল শনিবার (১৯শে ডিসেম্বর)  দিবাগত রাত একটা বিশ মিনিটের সময় তার ঢাকায় বনানীর নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে, তিনি দুই কন্যা সন্তান ও স্ত্রী সহ বহু গুনগ্রহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন নানাবিধ রোগে ভুগছিলেন।

মরহুম আকমাল ইবনে ইউসুফ ছিলেন, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার তৃতীয় সন্তান এবং কেন্দ্রীয় বিত্রনপির ভাইস চেয়ারম্যান  ফরিদপুর অঞ্চলের বিত্রনপি'র বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের আপন সেঝ ভাই।

আকমাল ইবনে  ইউসুফের মেঝ ভাই মরহুম  সাব্বির ইউসুফ ছিলেন, বাংলাদেশের জাতীয় হকি দলের প্রথম ক্যাপ্টেন এবং স্বর্ণপদক প্রাপ্ত হকি খেলোয়ার।

উল্লেখ্য, রবিবার (১৯শে ডিসেম্বর), বাদ আসর ঐতিহ্যবাহী ময়েজউদ্দীন হাইস্কুলের মাঠে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন করা হবে।

এরপর, ফরিদপুর কমলাপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের পারিবারিক গোরাস্থানে বড় ভাই কামাল ইবনে ইউসুফের পাশে তার দাপন সম্পন্ন করা হবে। 

প্রসঙ্গতঃ মরহুম চৌধুরী আকমাল ইবনে ছিলেন, বঙ্গদেশের ফরায়েজী আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহর পুত্র মহসীন উদ্দীন আহমেদ পীর দুদু মিয়ার নাতী।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: