নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এবং চর কৃষ্ণনগর দুই গ্রামের কুমার নদীর সংযোগ সেতুটি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
(৪ঠা মে) বুধবার সন্ধায় সেতুটি পরিদর্শন করেন কৃষ্ণনগর ইউনিয়ন বি. এন. পি'র সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান (আসাদ)।
এসময় তিনি আলোকসজ্জায় সজ্জিত সেতুটি ঘুরে ঘুরে দেখে এবং স্থানীয় যুবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য নান্নু মোল্লা, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব সেক সহ স্থানীয় বিএনপির নের্তৃবৃন্দ।
উল্লেখ্য স্থানীয় যুব সমাজের যুবকদের আয়োজনে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত সৌন্দর্যবর্ধন নান্দনিক রূপে আলোকসজ্জায় সজ্জিত থাকবে। এলইডি বাল্ব, সারপি, পারকারসহ বিভিন্ন বাল্ব ব্যবহারের মাধ্যমে সেতুটির এপার থেকে ওপার এর আশ পাশে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সন্ধ্যার পড়েই আলো ঝলমল করছে।
ব্রিজটির সংবাদ শুনে বিভিন্ন এলাকা থেকে ঈদের দিন থেকে নান্দনিক সেতু দেখতে হাজারো মানুষের ভিড় জমিয়েছে। এই নতুনভাবে সাজিয়ে তুলা ব্রিজটাকে দৃষ্টিনন্দন আকর্ষণীয় করায়।
যুব সমাজ এই ব্রিজটির নাম রেখেছে সপ্নের সেতু।
সেতুটির সৌন্দর্যবর্ধন করতে স্থানীয় যুব সমাজের রিপন, রানা, সবুজ, শাকিল, জনি, আল আমিন প্রমূখ।
0 coment rios: