ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে, (৮ জুন) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
এসময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, কৈজুরী ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান, কৈজুরী ইউনিয়নের সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য/সদস্যাবৃন্দ, গ্রাম পুলিশ ও পরিষদের উদ্যোক্তা।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আজিজ মাতুব্বর, সাধারন সম্পাদক কাদের শেক, স্থানীয় গণ্যমান্য আব্দুল ইসহাক, সেলিম মোল্লা প্রমুখ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ। তাদের মধ্যে কেউ কৃষক, কেউ শিক্ষক আবার রাজনৈতিক নেতৃবৃন্দসহ মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। জনগণকে নিয়ে ব্যতিক্রমীভাবে ঘোষণা করা হয় কৈজুরী ইউনিয়ন পরিষদের বাজেট। এতে খুশি ওই ইউনিয়নের বাসিন্দারা। তাঁরা বলেন, এভাবে জবাবদিহিতা নিশ্চিত হলে একটি ইউনিয়ন অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠতে পারে।
১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে তার স্বাগত বক্তব্যের মাধ্যমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এরপরে ইউপি সচিব উত্তম কুমার রাহা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৯ লাখ ৬৮ হাজার ১ শত ৫৪ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৭৯ লাখ ১ হাজার ১ শত ৬৪ টাকা। এতে উদ্ধৃত তহবিল থাকবে ৬৬ হাজার ৯ শত ৯০ টাকা ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘোষণা করা বাজেটের আয়-ব্যয় হিসাব জনগণের কাছে তুলে ধরেন।
0 coment rios: