ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের আলিপুর ব্রিজ সংলগ্ন রাস্তার উপর থেকে আজ মঙ্গলবার সকাল সাতটায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র, পিতা- বিকাশ মিত্র, সাং- ওয়ারলেস পাড়া (সুনীল দত্তের বাড়ি), থানা- কোতোয়ালি, জেলা- ফরিদপুরের লাশ স্থানীয় কোতোয়ালি থানা পুলিশ উদ্ধার করে।
উদ্বারকৃত লাশের শরীরে ধারালো অস্ত্রের একটা আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে লাশের ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রক্রিয়া চলমান রয়েছে।
হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
0 coment rios: