একে আজাদ: রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্র থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোঃ বাপ্পি (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ আগষ্ট) দুপুর ১.১০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বাপ্পি রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেনডাঙ্গা তত্ত্বীপুর এলাকার মো: মোঃ আব্দুল কাদেরের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা টু রাজবাড়ীগামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসানো হয়। পরে একটি মাহেন্দ্র টেম্পু গাড়ীতে থাকা যাত্রীবেশী বাপ্পির কাছ থেকে অবৈধ বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড রিভলবারের তাজা গুলি উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল আসামী।
আসামী বাপ্পির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
0 coment rios: