Thursday, 29 June 2023

ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় আটজন যাত্রী আহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল আটটায় আন্ডারপাসের উপরে এক্সপ্রেসওয়েতে ভাঙ্গা থেকে ঢাকা গামী পিকআপ (ঢাকা মেট্রো - নং ১৩-০৭২৩) এর সাথে যশোর হইতে বরিশাল গামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো- গ ১২-৩৫৩০) চালক রাস্তা ভুল করে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে প্রবেশ করলে ড্রাইভার ভুল বুঝতে পেরে উল্টা পথে ভাঙ্গার দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রী ১। মোঃ বিল্লাল সরদার (২৫ ), পিতা- নুরু সরদার,
২। মোসা: লিজা আক্তার (২০), স্বামী- বিল্লাল সরদার, ৩। আশরাফুল (০৩), পিতা- বিল্লাল হোসেন, ৪। আব্দুল্লাহ (৩০ ), পিতা- কাদের মোল্লা, সর্বসাং চর সাহেব রামপুর। ৫। মোসা: পিয়া আক্তার (১৫), পিতা- আলাউদ্দিন, ৬। আকরাম হোসেন (১৮), পিতা- আলাউদ্দিন ফকির। উভয় সাং সেলিমপুর সর্ব থানা- মুলাদী জেলা- বরিশাল। ৭। মোঃ সাকিব (২১), পিতা- মো: ইদ্রিস, সাং যাত্রাবাড়ী, ঢাকা, ৮। হৃদয় (২৫), পিতা- রফিকুল ইসলাম, সাং কাজীপাড়া, যশোর মারাত্মকভাবে আহত হন।

এ দুর্ঘটনার পর শিবচর হাই থানা পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিস এর সদস্যরা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে এবং পরবর্তীতে আহত সকলকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক দুর্ঘটনা কারণে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্ন হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: