Sunday, 6 March 2022

জেলা পুলিশ কর্তৃক ফরিদপুরের বিভিন্ন থানাধীন অভিযানে আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট  ০২টি নিয়মিত মামলা ও ০১টি মাদক মামলা রুজু করা হয়। ০২ টি নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ১০ জন আসামি গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে ০৫ জন আসামি গ্রেপ্তার করা হয়। ট্রাফিক পুলিশ ০৬ টি প্রসিকিউশন দেয় ও ১০ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে এবং ২৫,০০০/- টাকা জরিমানা আদায় করে। 

ফরিদপুর ডিবি পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৫ই অক্টোবর ২০২১ তারিখ ১৪.০৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন বায়তুল আমান সাকিনস্থ জনৈক আইনুদ্দিন এর চাঁয়ের দোকানের পাশে ফাঁকা জায়গা হতে  মোঃ সবুজ মোল্যা (১৯), পিতা-মোঃ শহিদ মোল্যা, মাতা-সাজেদা বেগম, সাং- ০২নং কুঠিবাড়ী কমলাপুর (২২নং ওয়ার্ড), থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে গাঁজা সেবন করা অবস্থায় গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ০২ টি নিয়মিত মামলা রুজু করা হয়। পুরাতন ও নতুন নিয়মিত মামলায় ০৮ জন আসামি গ্রেপ্তার করা হয়। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ান মূলে ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

ভাংগা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ০১ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার করা হয়।

মধুখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজুকৃত মামলার সংখ‌্যা- ০৬ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ০৬ টি, আদায়কৃত জর‌িমানার প‌রিম‌ান- ২৫,০০০/- টাকা, আটক স‌ংখ‌্যা- মটর সাইকেল-০৪ টি, সিএনজি- ০১ টি, ইজিবাইক- ০৫ টি।                                                                        

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: