নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সালথায় বৃষ্টির মধ্যে গরু দেখতে গিয়ে রাকিবুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।
রাকিবুল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী। ডিগ্রি প্রথম বর্ষে কিছুদিন আগে পরীক্ষাও দেন তিনি। এখনো রেজাল্ট বের হয়নি। পাশাপাশি ঢাকা একটি কোম্পানীতে চাকরীও করতেন বলে জানান তার পরিবার। ঈদের ছুটিতে বাড়িতে এসে বাজ্রপাতে প্রাণ হারালেন তিনি। তার এমন মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
বজ্রপাতে রাকিবুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, রাকিব গরু দেখতে গোয়ালঘরে যাওয়ার সময় বজ্রঘাতে তার মৃত্যু হয়।
0 coment rios: