ফরিদপুর প্রতিনিধি: ১২ই মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা আজ সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ-সভাপতি শামীম হক, সাংগঠনিক সম্পাদক ঝর্ণা হাসান, পৌর মেয়র অমিতাভ বোস, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু প্রমুখ৷
সভায় আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য সকল ধরনের প্রচার ও প্রচারনায় যাতে কোন ধরনের ঘাটতি না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলেন এবং মঞ্চসজ্জা, পরিবহণ ব্যাবস্থা, আগত অতিথিদের খাবার পরিবেশন, আর্থিক ব্যাবস্থাপনার মাধ্যমে সম্মেলনকে সফল করতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করা হয়।
0 coment rios: