নিরঞ্জন মিত্র নিরু: 'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি'' এই স্লোগানকে ধারণ করে ফরিদপুর জেলার পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) ফরিদপুর সার্কেল ও জেলা প্রশাসনের আয়োজনে (৫ জুন) সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর জেলা বিআরটিএ (ইঞ্জিঃ) সহকারী পরিচালক মোঃ এমরান খান, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন।
অন্যদের মধ্যে দিনব্যাপী অনুষ্ঠানে সড়ক আইনসহ দুর্ঘটনা রোধে সচেতনতামূলক নানা বিষয়ে চালকদের প্রশিক্ষণ প্রদান করেন বিআরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ তুহিন লস্কর, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জাহিদ হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ২ শত ২০ জন পেশাজীবী গাড়ি চালক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
0 coment rios: