নিরঞ্জন মিত্র নিরু: ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে ও ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে,(১৫ জুন) বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৪টি ব্যাচের শেষ দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের প্রশিক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
চেয়ারম্যানদের মধ্য বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
১২ দিনব্যাপী প্রশিক্ষণে কোর্স সমন্বয়ক হিসেবে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোহাঃ আলমগীর কবির এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রশিক্ষণ কোর্স প্রদান করেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনায় সদর উপজেলা উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং সদর উপজেলা টেকনিশিয়ান মোঃ জুয়েল মন্ডল।
প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল, ইউনিয়ন পরিষদের কার্যপরিচালনা, জনপ্রতিনিধি ও কর্মচারীদের দায়িত্ব কর্তব্য, স্থানীয় সম্পদ আহরণ, কর নির্ধারণ, বাজেট প্রণয়ন, উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি ক্রয় পদ্ধতি, পরিষদের হিসাবরক্ষণ ও নিরীক্ষণ, গ্রাম আদালত আইন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সামাজিক নিরাপত্তার কার্যক্রম সম্পর্কিত। এরপরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন পরিক্ষা নেওয়া হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞান সমৃদ্ধ করে মানসিকতা বা দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনে দক্ষ হবে।
উপজেলার ১২ টি ইউনিয়নের ১২ জন ইউপি চেয়ারম্যান, ১২ জন ইউপি সচিব, ১ শত ৮ জন ইউপি সদস্য, ৩৬ জন নারী ইউপি সদস্যদেরকে ৪টি ব্যাচের মাধ্যমে তিন দিনব্যাপী এ প্রশিক্ষন প্রদান শেষে সনদপত্র প্রদানের মাধ্যমে কোর্স সম্পন্ন করা হয়।
0 coment rios: