Tuesday, 6 June 2023

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

 

ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গেরদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় গেরদা ইউনিয়ন পরিষদের পুরাতন বোর্ড অফিসের সম্মুখে (বাখুন্ডা বাজারস্থ) এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা পরবর্তীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। 

গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড আব্দুল হান্নান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের যুগ্ম আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম মিয়া, সাবেক চেয়ারম্যান মো: আরিফ হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শাহ্ শফিকুর রহমান, সদস্য সচিব সোহেল আহমেদ সহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গেরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মাস্টার।

সংক্ষিপ্ত সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন - বর্তমান সরকার বিরোধী দলের আন্দোলনে ভীত হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: