Wednesday, 28 June 2023

রূপসায় গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ



মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা: খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ক্যাম্প  পুলিশ ৮০০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হল সাতক্ষীরা থানার বাবুলিয়া গ্রামের স্বামী মো: আইয়ুব আলী স্ত্রী শাহানারা খাতুন (৪২) ও এক ই উপজেলার মধু মোল্লার ডাঙ্গা গ্রামের মো: মহররম খান এর স্ত্রী মঞ্জু বেগম (৪৭)।


মামলা সূত্রে জানাযায়, উপ জেলার শ্রীফলতলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবুল ইসলাম গত ২৭জুন রাতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য অভিযানে বের হয়।


নন্দনপুর এলাকায় বটতলা মোড়ে পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নন্দনপুর এলাকার হরতকিতলা কালামের চায়ের দোকানের পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। 


এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করে।


এসময় নারী কনস্টেবল এর সহায়তায় শাহানারা ও মঞ্জুয়ারা কে আটক করা হয়।আটককৃত শাহানারার নিকট থেকে ৩৫০গ্রাম ও মঞ্জুয়ারা বেগমের নিকট থেকে ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।


এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত মহিলা মাদক বিক্রেতারা বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব‍্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করে। 


এস আই বাবুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে রূপসা মামলা দায়ের করেন। যার নং ২৩, তাং- ২৭/৬/২৩ ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: