ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর স্কুল মাঠে শনিবার বিকেলে আনোয়ারা-মান্নান বেগ ফুটবল প্রিমিয়ার লীগ এবং বিশাল প্রিতি ম্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১লা জুলাই শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের পরিচালক ও আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের সভাপতি ডা: মহসিন বেগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য ইলিয়াস বেগ নান্নু, বিশিষ্ট শিল্পপতি সামসুল হক বেগ পান্নু, বিশিষ্ট সমাজ সেবক (কানাডা প্রবাসী) নাইম হাসান বেগ।
উক্ত খেলা পরিচালনা করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের সদস্য সচিব আর্কিটেক্ট মুজাহিদ বেগ।
উদ্বোধনী খেলায় অংশ নেন ফরিদপুর জেলা ফুটবল একাডেমি বনাম চর সুলতানপুর স্পোর্টিং ক্লাব।
আট দলীয় টুর্নামেন্টে চর সুলতানপুর স্পোর্টিং ক্লাব, শালিপুর স্পোর্টিং ক্লাব, বাবুরচর স্পোর্টিং ক্লাব, ভাষানচর স্পোর্টিং ক্লাব, মৌলভিরচর স্পোর্টিং ক্লাব, চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব, আব্দুর শিকদার ডাংগী স্পোর্টিং ক্লাব ও বিলনালিয়া স্পোর্টিং ক্লাব অংশ নেন।
উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
0 coment rios: