Saturday, 10 June 2023

প্রায় দু'কোটি টাকা মুল্যের ৬টি সোনার বারসহ গ্রেফতার দু'জন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মধুখালী উপজেলার মাঝকান্দীতে প্রায় দু'কোটি টাকা মূল্যের ৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মধুখালি থানায় মামলা দিয়ে আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

১০ জুন শনিবার দুপুরে পাচারকারি দু'জনকে সোনার বারসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ফরিদপুর কোতোয়ালি থানাধীন ভাটি-কানাইপুরের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন (২৫)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দুজনকে আটক করা হয়। 

উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে তিনশ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ হাজার ৮৫০ টাকা।

এ ঘটনায় মধুখালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: