বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২৬ (একশত ছাব্বিশ) বোতল ফেন্সিডিল সহ আটক একজন।
"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ১৭ জুলাই দুপুর ১.১৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই দীপন কুমার মন্ডল, এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী পৌরসভা ৬নং ওয়ার্ড, সজ্জনকান্দা সাকিনস্থ ধুরজুটি চক্রবর্তীর বাড়ীর ভাড়াটিয়া জনৈক শাহজাহান চৌধুরীর ভাড়াকৃত বাসার মধ্য হতে আসামী ১। মোঃ শাহজাহান চৌধুরী (২৮), পিতা-হযরত চৌধুরী, সাং-বড় চরবেনীনগর, এ/পি সাং-সজ্জনকান্দা জনৈক ধুরজুটি চক্রবর্তী এর বাসার ভাড়াটিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১৩০(একশত ত্রিশ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৯০,০০০/- টাকা এবং ১২৬ (একশত ছাব্বিশ) বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল, ওজন ১২,৬০০ এমএল, অর্থাৎ ১২.৬ লিটার ফেন্সিডিল, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৭৮,০০০ টাকা এবং ধৃত আসামীর মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েট মোবাইল সেট সহ হাতে-নাতে গ্রেফতার করেন।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
0 coment rios: