ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা গেছে ডিবির একটি চৌকস দল সালথা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল ৯ জুলাই রাত ৯.১৫ মিনিটে ফরিদপুর জেলার সালথা থানাধীন কানাইড় এর আইয়ুব মার্কেটের মোড় বটতলা নামক স্থান হতে আসামী ১। মোঃ আসলাম মাতুব্বর (২২) পিতা- ইমান মাতুব্বর, মাতা- আছিরন বেগম, সাং- গহেরপুর, থানা- নগরকান্দা, ২। আবু তাহের খান (৩৬), পিতা- কালাম খান,
মাতা- নাজমা বেগম, সাং- খর্দ্দ লক্ষনদিয়া,
থানা- সালথা, উভয় জেলা- ফরিদপুরদ্বয়কে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
0 coment rios: