বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে অভিনব কায়দায় ডাকাতির সাথে জড়িত ডাকাত সর্দারসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ টায় ফরিদপুর র্যাব-৮ এর সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ (বরিশাল) এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে চেতনানাশক ঔষধ মিশিয়ে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার কানাইপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এক নারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শার্টার গান, দুটি কার্তুজ, ১১টি মোবাইল সেট, ৪ আনা ও ১২ আনা ওজনের স্বর্ণালংকার, ১টি রুপার চেইন, গ্রান্ডিং মেশিন, চাকু, হাতুরি, রামদা ও নগদ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন রিপন ফকির (৩৩), নিশাদ মোল্লা (৪০), শহিদুল মোল্লা (৩১), হাদি ইকবাল (৩৪), বেলায়েত হোসেন (৩৫), ও সেলিনা আক্তার (৩৩)। আটকদের বাড়ি ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
এছাড়া আটক প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২ থেকে ৮টি মামলা রয়েছেও বলে জানান এই কর্মকর্তারা।
উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনে ও ডাকাতি মামলা প্রক্রিয়াধীন।
এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: