বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ১৩৫ (একশত পয়ত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ১৩.৫ গ্রাম এবং হেরোইন বিক্রয়ের নগদ ৬৮০০/- (ছয় হাজার আটশত) টাকাসহ আটক এক।
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ৩ জুলাই ২৩ তারিখ সন্ধ্যা ৬:৪৫ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই সনজিব জোয়াদ্দার, সঙ্গীয় অফিসার- ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পুরাভিটা) সাকিনস্থ শহিদ মিনারের সামনে আমজাদ মন্ডল (আই সি) এর বাড়ীর মধ্যে পূর্ব দুয়ারী আধাপাকা টিন সেট ঘরের মাঝে মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) এর শয়ন কক্ষে অবৈধ মাদকদ্রব্য হেরোইন কেনা বেঁচার সময় মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- বকশিপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানা সাং- উত্তর দৌলতদিয়া (পুরাভিটা), থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ীকে ১৩৫ পুরিয়া হেরোইন, ওজন ১৩.৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা, এবং মাদক বিক্রির ৬৮০০ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
0 coment rios: