Thursday, 17 August 2023

আওয়ামীলীগ বিএনপির মত হামলা মামলা দেয়নি তারা মায়ের কোলে আছে


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিগত দিনে বিএনপি বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, আগুন সন্ত্রাস করে জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে, সেই বিএনপি এখন সাধু সেজেছে। আসন্ন নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোকও বর্ধিত সভা দিবস উপলক্ষে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করেন তারা আরও বেশি সুবিধা পেয়েছেন এ সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।’

নওগাঁর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা-মামলা করে হয়রানি করেনি। নওগাঁয় বিএনপি মায়ের কোলে আছে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম ও চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান।

আইনুল হক,
নওগাঁ 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: