বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ৯ই আগস্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন এবং গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ আগষ্ট সোমবার বিকেল ৪ টায় উপজেলার অফিসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে "বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে ঘোষণা করবেন। এ সময় তিনি আরও বলেন ফরিদপুর সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প এর আওতায় ৭৩১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ১ম পর্যায়ে ৩১২টি, ২য় পর্যায়ে ১৫৩ টি ও ৩য় পর্যায়ে ২৬৬টি গৃহ নির্মাণ করে উপকারভোগীদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
উক্ত প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, স্থানীয় সরকার বিভাগের সদর উপজেলা প্রকৌশলী মো: আলমগীর কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রমুখ।
0 coment rios: