নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিতে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধিতে জনগণের ক্রয়সীমার মাঝে পণ্য পেতে বিকল্প পদ্ধতি হিসেবে টিসিবি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে সরকার। পবিত্র রমজান মাস উপলক্ষে ইতোমধ্যে সারাদেশে এই কার্ডের কর্মসূচি শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নে স্বচ্ছতার সাথে ১০৪১টি পরিবারের মাঝে এই কার্ড বিতরন করেছেন ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব পরিবারের মাঝে নগদ ৪৬০ টাকার বিনিময়ে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি চিনি দেয়া হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন এবং সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার মোঃ গাউস আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সেক্রেটারি ভবেস কুমার বিশ্বাস সহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এ সময় ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারিরকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারন মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ক্রয়সীমার বাইরে নিয়ে যাচ্ছে। এই সিন্ডিকেটকে প্রতিহত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারন মানুষের কথা চিন্তা করে সারাদেশে এক কোটি মানুষকে টিসিবি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আপনারা বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
তিনি আরো বলেন, আজ আপনারা ৪৬০ টাকায় পাচ্ছেন ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, যা আপনাদের বাজার মূল্য থেকে ২৫০ টাকা সাশ্রয়ী করে দিচ্ছে। সামনে রমজানে আরো পণ্য পাবেন। সেখানে চাল, ডাল, ছোলা, তেল সহ অনেক ধরনের পণ্য থাকবে।
0 coment rios: