Wednesday, 30 March 2022

পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট ভাটায় ভ্রাম্যমান অভিযানে ১৬ লাখ টাকা জরিমানা আদায়


বিশেষ প্রতিবেদকঃ ৩০ মার্চ ২০২২ বুধবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে মাদারীপুর জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

এসময় ১১ (এগার) টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একইসাথে ০১ (এক) টি অবৈধ ইটভাটা এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন পানি দিয়ে নিভানো হয় ও কাঁচা ইট পানি দিয়ে ভিজিয়ে নষ্ট করা হয়। 

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস ও মাহফুজুর রহমান। এ সময় পরিদর্শক মোঃ জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও মোবাইল কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করেন মাদারীপুর পুলিশের একটি টীম, আনসার ও ভিডিপির একটি টীম এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। 

মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নিম্নলিখিত ১১ (এগার) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মাদারীপুর সদরের মহিষেরচর এনামুল হক স্বপনের ফারজানা সৌরভ ব্রিকসকে জরিমানা ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার্য ও আদায় করা হয় ও অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয় ও কাঁচা ইট নষ্ট করা হয়।

এছাড়াও মহিষেরচর এলাকায় কামরুজ্জামান ভুইয়া সোহেলের এম আর বি ব্রিকস, মীর সাজ্জাদ আলী বিপ্লবের অগ্রনী ব্রিকস, কাজী এহসানুল হাসানের কে এম এইচ ব্রিকস, আজম খানের মেসার্স আব্দুল কাদের খান ব্রিকস্ (কে কে বি), তৈয়বুর রহমানের থ্রী স্টার ব্রিকস, হাজী আব্দুল খালেক হাওলাদারের সুপার গোল্ড ব্রিকস, রাকিব মাতুব্বরের আর এম বি ব্রিকস, মোঃ বশিরুল ইসলামের মেসার্স বি এন ব্রিকস, মোঃ সাখাওয়াত হোসেনের মেসার্স জিয়া ব্রিকস, মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদারের মেসার্স নাবিল ব্রিকস সকলকেই ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

উল্লিখিত ১১ (এগার) টি ইটভাটায় ১৬,০০,০০০ (ষোল লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ০১ (এক) টি ইটভাটা ভেঙ্গে দেয়া হয়।

উল্লেখ্য, এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। 

ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: