রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মরিয়ম খানম (৯) নামে এক চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে নিহতের নানার বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম উপজেলার কয়ারিয়া এলাকার দুবাই প্রবাসী সবুজ মোল্লার মেয়ে। সে কয়ারিয়া ময়দানেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানাগেছে,শিক্ষার্থী মরিয়ম তার নানুর অসুস্থ্যতার কথা শুনে মায়ের সঙ্গে শুক্রবার সকালে একই এলাকার রামালপুল গ্রামে নানা সিরাজ শরীফের বাড়িতে আসে। দুপুরে মরিয়ম তার নানা বাড়ির পুকুরে একা গোসল করতে যায়। এ সময় পা পিচলে পুকুরের গভীর পানিতে ডুবে যায় সে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি শেষে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
এ ব্যাপারে নিহতের প্রতিবেশী আবু তাহের জানান,পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু মরিয়ম মারা গেছে।
0 coment rios: