ফরিদপুর প্রতিনিধিঃ র্যাব-০৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প জেলার বোয়ালমারী থানা এলাকা হতে খড়ের গাড়ির মধ্যে লুকায়িত ১৮ কেজি গাঁজাসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের
একটি বিশেষ আভিযানিক দল আজ ১০
জুন ২৩ তারিখে র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চয়াডাঙ্গা জেলা থেকে একটি ট্রলি সংযুক্ত পাওয়ার টিলারে করে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী ০১। মোঃ ইমরান (২৫), (টলিযুক্ত পাওয়ার টিলার ড্রাইভার), পিতা-ফকির মোহাম্মদ, সাং-ছোট বদলিয়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এবং ০২। মোঃ শহিদ হোসেন (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-বুইছিতলা, থানা-ডামুদাহ, জেলা-চুয়াডাঙ্গা একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে।
এ
প্রেক্ষিতে র্যাবের আভিযানিক
দল মোহাম্মদপুর-ফরিদপুর সড়কের সাতোর বাজারে কৌশলগত অবস্থান গ্রহন করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান সনাক্ত করে।
উক্ত
তথ্যের ভিত্তিতে বিকাল ৫ঃ৩০ ঘটিকায় ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ
আকতার এর নেতৃত্বে একটি
বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত
অভিযানে উল্লেখিত আসামিদ্বয়কে গ্রেফতার করা হয় এবং উক্ত
আসামিদ্বয় কাছ থেকে ১৮ কেজি গাঁজা,
০২টি মোবাইল, ০২ টি সিম
এবং মাদক বিক্রিত ৫০০ টাকা এবং তাদের ব্যবহৃত ট্রলি সংযুক্ত পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
ধৃত
আসামিদ্বয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা যাত্রী ও পণ্য পরিবহনের
আড়ালে মাদক ব্যবসা করতো। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করতো। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায়
বিক্রি করে। পরবর্তীতে তাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বোয়ালমারী
থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
উদ্ধারকৃত
আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
0 coment rios: