Monday, 26 June 2023

ফরিদপুরে এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিজড়া ও ঝুঁকিপূর্ণ পুরুষ জনগোষ্ঠিদের এইচআইভি এইডস পরীক্ষা ও সংক্রমিতদের চিকিৎসা সেবা নিশ্চিত করণ, তাদের ঝুঁকিপূর্ণ অচরণ পরিবর্তনে আমাদের করণীয় তথা একটি এইডস মুক্ত বাংলাদেশ বিনির্মানে আমাদের ভূমিকা শীর্ষক সভা ঢাকা আহ্ছানিয়া মিশন ফরিদপুরের আয়োজনে আজ রবিবার জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। 

জেলা ইনচার্জ মো. পলাশ খানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা ও কোতায়ালী থানার ওসি অপারেশন মো. আব্দুল গাফফার। 

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কোনকারদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. বারী জামান, ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমী, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর মো. শেখ মঈন উদ্দিনসহ প্রমুখ। 

মো. শেখ মঈন উদ্দিন বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন কতৃক সেবা প্রদানকৃত লক্ষিত জনগোষ্ঠিদের সুুস্থতা তথা যক্ষ্মামুক্ত থাকতে পরীক্ষাসহ চিকিৎসা প্রদানে ডেমিয়েন ফাউন্ডেশন কাজ করে যাবে। 

তাহিয়াতুল জান্নাত রেমী বলেন, ফরিদপুরের হিজড়া জনগোষ্ঠির তালিকা করা হয়েছে সুতরাং উক্ত তালিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রদত্ত সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যক্রম ও সেবা সমূহ সকলকে অবহিত করতে সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানান। 

ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এইচআইভি এবং এইডস বিষয়টি এক নয়। একটি জীবানু এবং অন্যটি রোগের নাম। সুতরাং কেউ এইচআইভি সংক্রমিত হলেই তিনি এইডস রোগী বিষয়টি এমন ভাবার কোন সুযোগ নেই। 

মো. আব্দুল গাফফার বলেন, হিজড়ারা আমাদের সমাজের আমাদের পরিবারের অংশ। সুতরাং তারা হিজড়া হিসাবে নয় ববং মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকুক। 

ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, এইচআইভি বা যৌন রোগ সংক্রমিত হলে তাকে চিকিৎসা সেবা প্রদান করা বিষয়টি তা না হয়ে বরং যৌন রোগ বা এইচআইভি সংক্রমিত না হতে হয় সে দিকে আমাদের দৃষ্টি বা সচেতনতা বৃদ্ধি করা উচিত। তিনি সংক্রমিত হবার পরিবর্তে সংক্রমিত না হবার প্রতি জোর দেন এবং এদিকে সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুপ্তআরোপ করেন। সভায় সকলেই ঝুঁকিপূন মানুষদের আচরণ পরিবর্তনে যার যার অবস্থা থেকে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। 

উল্লেখ্য আইসিডিডিআরবি'র ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্তাবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন্স ইন বাংলাদেশ’ প্রকল্পটির মাধ্যমে অত্যন্ত “ঝুঁকিপুর্ণ পূরুষ ও হিজড়া” জনগোষ্ঠীর জন্য এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আয়োজনে আজকের এই সভা যেখানে আইনজীবী, সংবাদকর্মী, স্কুল ও কলেজ শিক্ষক, ধর্মীয় নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক, এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: