ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শাখার মৎস্যজীবী দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই রবিবার বিকেল ৫টায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নওয়াপাড়ায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক খন্দকার আবদুছ ছামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া।
এ কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মো: শাহ্ শফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল আহমেদ।
এ কর্মী সভায় আরোও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সম্পাদক কামরুল হোসেন, হামিরদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: লিটন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওসমান মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাতুব্বর, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি (প্রস্তাবিত) কামাল হোসেন, সাধারণ সম্পাদক রবিন সোহেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আশরাফ ইসলাম প্রমুখ।
এ কর্মী সভার অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক (প্রস্তাবিত) মো: রবিন সোহেল।
এ সভার ২য় অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মো: তৈয়বুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো: রবিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: জুবায়ের হোসেনকে ঘোষণা করেন জেলা কমিটির নের্তৃবৃন্দরা।
0 coment rios: