Saturday, 15 July 2023

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ৮ জন জুয়াড়ি

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৩ জুলাই রাত ১১:২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকার মোঃ আমিনুল ইসলাম (৩৭), পিতা-মোঃ সামছুল শেখ এর টিনের তৈরি একচালা ছাপড়া ঘরের ভিতর হতে আসামী ১। মোঃ আমিনুল ইসলাম (৩৭), পিতা-মোঃ শামছুল শেখ, ২। মোঃ রিয়াজ শেখ (৩২), পিতা-মিরজান শেখ, ৩। মোঃ নুর ইসলাম সরদার (৪৫), পিতা-মৃত জাকের আলী, ৪। মোঃ খলিল বেপারী (৪৭), পিতা-মৃত মান্নান বেপারী, ৫। মোঃ কামাল শেখ (৫০), পিতা-মৃত জোমারত শেখ, ৬। মোঃ কাদের মোল্লা (৪২), পিতা-মৃত হোসেন মোল্লা, ৭। মোঃ আলমগীর শেখ (৩৮), পিতা-আব্দুল হাকিম শেখ, ৮। মোঃ নাজির হোসেন শেখ (৫৪) পিতা-মৃত হাতেম আলী শেখ, সর্ব সাং-আলাদীপুর, আলীপুর ইউনিয়ন, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ১,০৩০/-(এক হাজার ত্রিশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২ (দুই) পেটি (বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাব খাতাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। 

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: