বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে ২টি আগ্নেয়াস্ত্র, গুলি, রামদা, চাকু ও অন্যান্য সরঞ্জামসহ ৭ জন ডাকাতকে আটক করেছে র্যাব-৮। এসময় ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
২৪ জুলাই সোমবার বিকেল ৫টায় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পে এক প্রেস ব্রিফ্রিংয়ে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।
সোমবার ভোরে ফরিদপুর সদর উপজেলার পাইককান্দী গ্রামে ফরিদ শেখের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ডাকাতদের আটক করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ডাকাতি করে পালানোর সময় আলম হোসেন, শফিকুল শেখ, ওমর ফারুক, মুসা সিকদার, সবুজ মাতবর, শাহাদাত খান, খোকা শেখকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ, রামদা, চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের ৬জনের বাড়ি ফরিদপুরের বিভিন্ন থানাধীন ও একজনের বাড়ি রাজবাড়ী।
তিনি আরও জানান, এদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় ডাকাতি মামলা ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও মাদকের মামলা রয়েছে।
0 coment rios: