বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে পাটকল শ্রমিক কাজলী রেখাকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জন আসামীকে ফাঁসির আদেশ ও প্রত্যেক আসামীকে ১ লাখ টাকা করে জরিমানা দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।
সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এই রায় দেন। এ সময় সকল দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিল।
আসামীরা হলেন চুন্নু সিকদার, মোঃ নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা, মোঃ নাসির খান নয়ন।
দীর্ঘ শুনানী শেষে আদালত আজ এই রায় দেয়। মোবাইল কল লিস্টের সুত্র ধরে আসামী সনাক্ত করে গ্রেফতার করে পুলিশ।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ অক্টোবর জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকার আসামীরা একটি মাঠের মধ্যে গণধর্ষন করে।
ঘটনা সবাইকে জানিয়ে দিতে পারে এমন শঙ্কা থেকে সকল আসামী মিলে কাজলীর গলায় গামছা পেচিয়ে তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় অজ্ঞাত আসামী করে নিহতের মা কল্যানী বিশ্বাস বাদী মধুখালী থানায় মামলা দায়ের করে।
0 coment rios: