Monday, 31 July 2023

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন “সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ”


জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলন-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩১শে জুলাই সোমবার বিকেল ৫:৩০টায় ইউনিয়নের মমিনখার হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড সরদার আওয়াল হাসান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাড়া দেশের ন্যায় ফরিদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা। 

আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদে খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, ১নং যুগ্ম সম্পাদক পদে তৌফিকুল আল-মামুন এর নাম ঘোষনা করে ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা যায়। 

এ ছাড়াও আওয়াল সরদারকে কোতোয়ালি থানা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: