Tuesday, 25 July 2023

প্রবাসীর জমি থেকে মাটি বিক্রি করে দেওয়ায় বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লিখিত অভিযোগ


আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে টোনারচর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়ার বিরুদ্ধে প্লট আকারে জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। 

এই ঘটনায় একই উপজেলার জাটিকগ্রাম পশ্চিমপাড়া সৌদি প্রবাসী আজিজ শেখ এর স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভা ৮নং ওয়ার্ডের ফায়ার সার্ভিসের পাশে গত ২৪ জুলাই আজিজ শেখের জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটিয়া অন্যত্র বিক্রি করে দেয়। সরেজমিনে জানা যায়, বিগত ২০০৯ সাল মিঠাপুর মৌজা বি এস খতিয়ান ১৭১,হাল দাগ নং ১২, শতাংশ ৮ আজিজের নামের দলিল হয়। তারপর থেকে তারা দখলে আছে। পার্শ্ববর্তী বিএস খতিয়ান ১৭১,হাল দাগ নং ১৪, বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়া জমি খরিদ করে দখলে রয়েছে। হঠাৎ করে বীর মুক্তিযোদ্ধার সাইনবোর্ডে মুনজু মিয়া প্রবাসীর স্ত্রী রোকেয়াকে না জানিয়ে জোরপূর্বক জমি থেকে গর্ত করে মাটি কেটে বিক্রি করে দেয়। 
রোকেয়া বেগম বলেন, স্বামী বিদেশ থাকায় এ ঘটনা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে বাধা দিলে মুনজু মিয়া আমাকে ভয় ভীতি দেয়। পুনরায় মাটি কেটে নেয়ার হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই। 
এদিকে বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়া বলেন, আমাদের মধ্যে আপোষের কথাবার্তা হয়েছিল তাই জমি থেকে মাটি কেটেছি। তবে সাংবাদিক আরো প্রশ্ন করলে বলেন, আমাদের মধ্যে কোন লিখিত  আপোষ নাই। আমার জমির পূর্বের মালিক নয়ন দলিলে নকশা বা চৌহরদি করে জমি বিক্রি করেছে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক বলেন, রোকেয়া বেগম একটি লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত করে সুষ্ঠু সমাধান দেয়া হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: