বিশেষ প্রতিনিধি: আগামী ১৪ জুলাই ২০২৩ ইং শুক্রবার ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিকেল ৩টায় তাম্বুলখানা কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
কৈজুরী ইউনিয়নের বর্তমান ১নং ওয়ার্ড ফরিদপুর শহর বাইপাস সড়ক সংলগ্ন পিয়ারপুর এলাকার মরহুম আ: জলিল খান এর মেজো পুত্র হান্নান খান। তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনে রাজনীতি করে যাচ্ছেন।
বিগত দিনে যে রাজনৈতিক পদে ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৈজুরী ইউনিয়নের সাবেক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ কৈজুরী ইউনিয়ন শাখার তিন বারের সাবেক সভাপতি, এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তথা রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।
এ ইউনিয়নের নবীন-প্রবীন, কিশোর-যুবক, নারী-পুরুষের পরিচিত মুখ হান্নান খান। দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনৈতিক সকল কর্মকান্ডে জড়িত থাকায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দের কাছে তার ব্যাপক প্রশংসা রয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে হান্নান খান বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকান্ডে জড়িত রয়েছি। এ ত্রি-বার্ষিক সম্মেলনে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দলীয় নেতাকর্মীরা আমার বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়ে কমিটি ঘোষনা করলে আমি শতভাগ আশাবাদী আমাকে সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব দিলে আগামীতে দলীয় কর্মকান্ডের কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হবো।
0 coment rios: