Friday, 7 July 2023

ডিবি পুলিশের অভিযানে ছয়জন জুয়া খেলোয়ার আটক


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০৬ জুলাই রাত ১১:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুরে অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে।

এ সময় অত্র ইউনিয়নের জালদিয়া বাজারস্থ মোঃ শুক্কুর আলী (৩৫), পিতা-মৃত খোরশেদ আলী এর চায়ের দোকান ঘরের ভিতর হতে আসামী ১। মোঃ হাবিব মোল্লা (৩৫), পিতা-মৃত আবু তালেব মোল্লা, ২। মোঃ ফরহাদ শেখ (৩০), পিতা-মোঃ রশিদ শেখ, ৩। মোঃ আহাদুজ্জামান (৪৫), পিতা-মোঃ সবেদ আলী শেখ, ৪। মোঃ রইচ শেখ (৩৫), পিতা-মৃত করিম শেখ, সর্ব সাং-জালদিয়া, ৫। মোঃ মঞ্জুর হোসেন মোল্লা (৩৯) পিতা-মৃত আনোয়ার হোসেন মোল্লা, সাং-জালদিয়া বালুরচর, ৬। মোঃ রাজীব মোল্লা (৩১) পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, সাং-বানিয়ারি, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ১,৬৪৫/- (এক হাজার ছয়শত পয়তাল্লিশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২ (দুই) পেটি (বান্ডিল) খেলার তাস, একটি প্লাস্টিকের বস্তাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্তে অভিযান চলবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: