মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা: খুলনায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামীও।
গত শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সোনিয়া আক্তার আব্দুল আলীমের স্ত্রী।
তারা দাকোপ উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর জানান, বিকেলে মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি।
এ সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে চালকের স্ত্রী রাস্তার ওপর পড়ে গেলে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর পর বাসটি জব্দ করেছে পুলিশ।
0 coment rios: