Friday, 7 July 2023

ফরিদপুর শহরস্থ ০৯ নং ওয়ার্ডের ০৪ টি মসজিদ কমিটি ও সাধারণ মুসুল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের শোভারামপুর, সুইসগেট বাজার সংলগ্ন  ০৯ নম্বর ওয়ার্ডে আজ সন্ধ্যা ৭ টায়  ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব এ কে আজাদ ০৪ টি মসজিদ কমিটি ও ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়। 

 এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বাবলু, ও  মনিরুজ্জামান মনির, সাবেক জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন সহ ০৯ নম্বর ওয়ার্ডের চারটি মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। 

উক্ত সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই দেশে ৫৬০ টি মসজিদ নির্মান করেছেন৷ কওমি মাদ্রাসাকে মাস্টার্স ডিগ্রি সমমানের করে দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা, এই দেশে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পদ্মা সেতু নির্মানের ফলে দক্ষিণ বঙ্গের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করেছেন এবং উক্ত ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সহ মসজিদ নির্মাণ এবং বেকার ছেলে মেয়েদের চাকরি প্রদান করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির কথা আলোচনা করেন।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: