সর্বশেষ
Tuesday, 22 August 2023
Thursday, 17 August 2023
আওয়ামীলীগ বিএনপির মত হামলা মামলা দেয়নি তারা মায়ের কোলে আছে
Wednesday, 9 August 2023
কৃষক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক নুরে আলম সিদ্দিকী হকের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Tuesday, 8 August 2023
অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভুয়া প্রসাধনী জব্দ
Monday, 7 August 2023
সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং
বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার
Wednesday, 2 August 2023
রাজেন্দ্র কলেজ ছাত্র প্রান্ত হত্যার মূল আসামিসহ গ্রেফতার ৪ জন
Tuesday, 1 August 2023
স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ বিধান বাতিলের দাবিতে মানববন্ধন
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ ও রতন সরকার স্মৃতিপদক প্রদান
বিশেষ প্রতিনিধি : সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন,”সরকার সাংবাদিকদের স্বার্থরক্ষায় করছে।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিক বান্ধবনেত্রী। তিনি সাংবাদিকদের কল্যানে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন”।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগে পদার্পণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়াল) তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পী সরদার।
সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সভায় সারাদেশের সাংবাদিকদের প্রস্তাব সমর্থনে আহমেদ আবু জাফরকে সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া যুগে পদার্পণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আলোচনাসভা, কেক কাটা, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ ও রতন সরকার স্মৃতিপদক প্রদান করা হয়।
বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ আবু জাফর তার বক্তব্যে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
সভায় অনন্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক খান, আমির হোসেন, সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন , জিয়াউদ্দিন তাওহীদ,সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, কুমিল্লা জেলা সভাপতি জসিম উদ্দিন চাষী, নরসিংদী জেলার সভাপতি মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি আব্দুল হাকিম রানা, গাজীপুর জেলা সভাপতি আব্দুল হামিদ খান, বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মৃধা, পটুয়াখালী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আমির হোসাইন, বগুড়া জেলা সভাপতি মমিনুর রশিদ শাইন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রহিত, ফেনীর কাজী নোমান, ঝালকাঠির এস এম রেজাউল করিম, নোয়াখালী জেলার সভাপতি মানিক ভূঁইয়া, শ্রীপুর শাখা সভাপতি নাজিম উদ্দিন, সম্পাদক বাতেন বাচ্চু, টেকনাফ শাকার সাধারণ সম্পাদক আরাফাত সানি বাকেরগঞ্জ শাখার সভাপতি জিয়াউল হক আকন প্রমূখ।
এ সময় সদ্যপ্রয়াত সাংবাদিক রতন সরকারের ভাই কনক ওয়াজেদ, কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা, জামালপুরের শেলু আকন্দ ও রাজবাড়ীর জেলার পাংশার উপজেলার দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি নির্যাতিত সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ নির্যাতনের চিত্র তুলে ধরে।
Monday, 31 July 2023
চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন “সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ”
Tuesday, 25 July 2023
প্রবাসীর জমি থেকে মাটি বিক্রি করে দেওয়ায় বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লিখিত অভিযোগ
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রের লাশ উদ্ধার
গণধর্ষণ ও হত্যা মামলার ৫ আসামিকে ফাঁসির আদেশ ও অর্থদন্ড
২ টি আগ্নেয়াস্ত্র রামদাসহ ৭ জন ডাকাত আটক
Saturday, 22 July 2023
বগুড়া হরিজন ফুটবল টুর্নামেন্টে ফরিদপুর বান্ধবপল্লী দল চ্যাম্পিয়ন
Friday, 21 July 2023
র্যাব-৮ এর বিশেষ অভিযানে মহিলা ডাকাতসহ ছয়জন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে অভিনব কায়দায় ডাকাতির সাথে জড়িত ডাকাত সর্দারসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ টায় ফরিদপুর র্যাব-৮ এর সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ (বরিশাল) এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে চেতনানাশক ঔষধ মিশিয়ে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার কানাইপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এক নারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শার্টার গান, দুটি কার্তুজ, ১১টি মোবাইল সেট, ৪ আনা ও ১২ আনা ওজনের স্বর্ণালংকার, ১টি রুপার চেইন, গ্রান্ডিং মেশিন, চাকু, হাতুরি, রামদা ও নগদ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন রিপন ফকির (৩৩), নিশাদ মোল্লা (৪০), শহিদুল মোল্লা (৩১), হাদি ইকবাল (৩৪), বেলায়েত হোসেন (৩৫), ও সেলিনা আক্তার (৩৩)। আটকদের বাড়ি ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
এছাড়া আটক প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২ থেকে ৮টি মামলা রয়েছেও বলে জানান এই কর্মকর্তারা।
উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনে ও ডাকাতি মামলা প্রক্রিয়াধীন।
এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tuesday, 18 July 2023
কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীতে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত
ডিবি পুলিশের অভিযান, ১৩০০ পিচ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন গ্রেফতার
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত
মৎস্যজীবী দলের উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত
Saturday, 15 July 2023
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ৮ জন জুয়াড়ি
কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি জাহাঙ্গীর শাহ্ ও সাধারণ সম্পাদক সেলিম
Thursday, 13 July 2023
ওয়ান শুটারগানসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা: খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামে কতিপয় এক ব্যক্তি অস্ত্র বিক্রয় এর উদ্দেশ্যে গত বুধবার ১২ই জুলাই এর রাতে অবস্থান করেন।
এমন তথ্যের ভিত্তিতে খুলনার র্যাব-৬ এর একটি দল উক্ত তারিখে খুলনার শেখপুরা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ১মোঃ বেল্লাল সরদার (৩৭), থানা-তেরখাদা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ২টি গুলি উদ্ধার পূর্বক জব্দ করেন।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়া ধীন।
বাখুন্ডা বাজারে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ছয়জন
Monday, 10 July 2023
ডিবি পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক
Saturday, 8 July 2023
অসুস্থ সাংবাদিক আ:রাজ্জাককে দেখতে তিন সদস্য
স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা জেলার_ রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ টাইফয়েড জ্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গত শনিবার ১লা" জুলাই।পরবর্তীতে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সাথে আজ শনিবার ৮ই জুলাই ২০২৩ দুপুর ১টা ৫৫মিনিটে হঠাৎ যে কোন এক বিষয় নিয়ে কথা হয়।
কথা শেষে এমপি আব্দুস সালাম মূর্শেদী তিনি বলেন সাংবাদিক আ : রাজ্জাক শেখের কি অবস্থা? জাহাঙ্গীর তুমি দেখো তো এবং আমাকে জানাবে, রাজ্জাক আমার খুব কাছের মানুষ তুমি তো জানো?আর তার কিছু লাগলে বলবে আমাকে।
দিন শেষে আজ ৮জুলাই সন্ধ্যায় এমপি সাহেবের কথা মত অসুস্থ আ: রাজ্জাক শেখকে দেখতে"খুলনা জেলার
বাংলাদেশ প্রেসক্লাব রূপসা উপজেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা শাখার সদস্য ও খুলনা বিভাগীয় সহ প্রচার সম্পাদক-মোল্লা জাহাঙ্গীর আলম, ঘাটভোগ ইউনিয়নের যুবলীগ নেতা প্রণব বিশ্বাস ও ওয়ার্ড যুবলীগ নেতা দিবাকর মালাকার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।
অসুস্থ সাংবাদিক আ : রাজ্জাক শেখ এমপি আব্দুস সালাম মূর্শেদী ও তিন সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসের চাপায় স্ত্রী নিহত ও স্বামী আহত
মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা: খুলনায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামীও।
গত শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সোনিয়া আক্তার আব্দুল আলীমের স্ত্রী।
তারা দাকোপ উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর জানান, বিকেলে মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি।
এ সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে চালকের স্ত্রী রাস্তার ওপর পড়ে গেলে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর পর বাসটি জব্দ করেছে পুলিশ।
Friday, 7 July 2023
ফরিদপুর শহরস্থ ০৯ নং ওয়ার্ডের ০৪ টি মসজিদ কমিটি ও সাধারণ মুসুল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের শোভারামপুর, সুইসগেট বাজার সংলগ্ন ০৯ নম্বর ওয়ার্ডে আজ সন্ধ্যা ৭ টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব এ কে আজাদ ০৪ টি মসজিদ কমিটি ও ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বাবলু, ও মনিরুজ্জামান মনির, সাবেক জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন সহ ০৯ নম্বর ওয়ার্ডের চারটি মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
উক্ত সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই দেশে ৫৬০ টি মসজিদ নির্মান করেছেন৷ কওমি মাদ্রাসাকে মাস্টার্স ডিগ্রি সমমানের করে দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা, এই দেশে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পদ্মা সেতু নির্মানের ফলে দক্ষিণ বঙ্গের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করেছেন এবং উক্ত ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সহ মসজিদ নির্মাণ এবং বেকার ছেলে মেয়েদের চাকরি প্রদান করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির কথা আলোচনা করেন।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
নৌ কর্মকর্তা নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভার র্যাবের হাতে আটক
আজ ৭জুলাই বিকাল ৩টার সময় র্যাব-০৮, বরিশালের (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় থেকে পলাতক আসামী মোঃ জাকির হোসেন ওরফে জাহিদ(৪৮), পিতা আলাউদ্দিন মোল্লা, সাং-রঘুয়াপাড়া বাখুন্ডা থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করেন।
র্যাব সূত্রে জানা যায়,গত (২৯জুন) ঈদের দিন রাজবাড়ী জেলার সদর থানা কল্যানপুর ধানের চাতল এলাকায় ফরিদপুরের দিক হতে আসা মাইক্রোবাস ড্রাইভার বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে নৌবাহিনী কর্মকর্তা পেটি অফিসার সজিব মোল্লা (২৪) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর জন আহত হয়। এবং অপর জনকে রাজবাড়ীর সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ঘটনার পর থেকেই গাড়ি চালক পালিয়ে যায় এবং আত্মগোপন করে থাকে। উক্ত ঘটনায় এক আলোড়ন সৃষ্টি হলে ফরিদপুর র্যাব উক্ত মাইক্রোবাস ড্রাইভারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করেন।
তারি ধারাবাহিকতায় র্যাব ফরিদপুর গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে মাইক্রোবাস ড্রাইভার আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিক্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে ফরিদপুর জেলার কোতয়ালী ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান করে মাইক্রোবাস ড্রাইভারকে আটক করেন।
উক্ত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার আহলাদিপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের অভিযানে ছয়জন জুয়া খেলোয়ার আটক
Thursday, 6 July 2023
কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী হান্নান খান
Wednesday, 5 July 2023
জোরপূর্বক পাট কাটার অভিযোগ, জমি জবরদখলের চেষ্টা
জহুর বিশ্বাস বলেন, দীর্ঘদিন যাবৎ আমি জমি চাষ করে আসছি আমার বাড়ি দুরে হওয়ায় করিম খান, মিজান খান, পুকার মোল্যাসহ সাত আটজন আজ বুধবার (৫ জুলাই) ভোর ৬ টার সময় আমার জমিতে এসে পাট কাটতে শুরু করে আমি পাট কাটা বাঁধা প্রধান করতে গেলে করিমসহ তার লোকজন আমাকে গালিগালাজ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া ও মারধর করার চেষ্টা করে, আমি আমার প্রান বাঁচাতে চলে আসি এবং মধুখালী থানায় একটি সাধারন ডায়েরি করছি এবং আমার জমির আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
Tuesday, 4 July 2023
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার একজন
বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ১৩৫ (একশত পয়ত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ১৩.৫ গ্রাম এবং হেরোইন বিক্রয়ের নগদ ৬৮০০/- (ছয় হাজার আটশত) টাকাসহ আটক এক।
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ৩ জুলাই ২৩ তারিখ সন্ধ্যা ৬:৪৫ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই সনজিব জোয়াদ্দার, সঙ্গীয় অফিসার- ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পুরাভিটা) সাকিনস্থ শহিদ মিনারের সামনে আমজাদ মন্ডল (আই সি) এর বাড়ীর মধ্যে পূর্ব দুয়ারী আধাপাকা টিন সেট ঘরের মাঝে মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) এর শয়ন কক্ষে অবৈধ মাদকদ্রব্য হেরোইন কেনা বেঁচার সময় মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- বকশিপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানা সাং- উত্তর দৌলতদিয়া (পুরাভিটা), থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ীকে ১৩৫ পুরিয়া হেরোইন, ওজন ১৩.৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা, এবং মাদক বিক্রির ৬৮০০ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Monday, 3 July 2023
শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন শামীম হক