সর্বশেষ

Tuesday, 22 August 2023

র‍্যাব-১০ এর অভিযানে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

র‍্যাব-১০ এর অভিযানে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার


বিশেষ প্রতিনিধি: স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে নিখোঁজের ১৪ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় পলাতক প্রধান আসামী উজ্জলকে গ্রেফতার করেছে র‍্যাব।
মঙ্গলবার (২২ আগস্ট) ফরিদপুর র‍্যাব-১০ এর সম্মলেন কক্ষে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম, শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র‍্যাব-১০ এর একটি দল গতকাল সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে প্রধান আসামী উজ্জল শেখকে ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করে।
র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে ও পারিবারিক কলহের কারণে ৩ আগস্ট রাতে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়ায় গৃহবধু মিনু বেগম (২৭) কে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রাখে। স্ত্রী নিখোজের ঘটনা প্রচার করে গৃহবধুর স্বামী উজ্জল ও তার পরিবারের লোকজন। গত ১৯ আগস্ট গৃহবধুর স্বামীর বাড়ী থেকে পচা দুগন্ধ বের হলে পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী। পরে অনেক খোজাখুজির পর বাড়ীর সেফটি ট্যাংকির ভিতর থেকে নিখোজ মিনু বেগমের পচা-গলা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা সোনা বানু বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামী উজ্জল তার স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে রাখার কথা স্বীকার করেছে। এই ঘটনায় নিহতের শাশুড়ি জহুরা বেগম পুলিশ হেফাজতে হত্যা ও গুমের ঘটনা স্বীকার করেছে।

Thursday, 17 August 2023

আওয়ামীলীগ বিএনপির মত হামলা মামলা দেয়নি তারা মায়ের কোলে আছে

আওয়ামীলীগ বিএনপির মত হামলা মামলা দেয়নি তারা মায়ের কোলে আছে


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিগত দিনে বিএনপি বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, আগুন সন্ত্রাস করে জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে, সেই বিএনপি এখন সাধু সেজেছে। আসন্ন নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোকও বর্ধিত সভা দিবস উপলক্ষে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করেন তারা আরও বেশি সুবিধা পেয়েছেন এ সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।’

নওগাঁর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা-মামলা করে হয়রানি করেনি। নওগাঁয় বিএনপি মায়ের কোলে আছে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম ও চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান।

আইনুল হক,
নওগাঁ 

Wednesday, 9 August 2023

কৃষক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক নুরে আলম সিদ্দিকী হকের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কৃষক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক নুরে আলম সিদ্দিকী হকের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


বিশেষ প্রতিনিধি: ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 
৯ আগষ্ট বুধবার বিকেল ৩টায় শহরের হাড়োকান্দি নদী গবেষণা ইন্সটিটিউটের সামনে সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
এ সময় সারা দেশ ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে ঔষধ স্প্রে করেন নেতৃবৃন্দ ও জনসচেতনতামুলক প্রচারণা করেন। 
জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, সহ-সভাপতি প্রফেসর আবুল কাশেম, মহিলা সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, কোতয়ালী কৃষক লীগের আহ্বায়ক শেখ আকতার, শহর কৃষকলীগের আহ্বায়ক বাবুল, সদস্য সচিব দেবদাস সাহা, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার প্রমুখ। 
প্রধান অতিথি নুরে আলম সিদ্দিকী হক বলেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কৃষকলীগ পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 
উল্লেখ্য, প্রতি বছর আষাঢ়-শ্রাবণ ও ভাদ্র এই তিন মাসব্যাপী ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষরোপন করে বাংলাদেশ কৃষক লীগ।

Tuesday, 8 August 2023

অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভুয়া প্রসাধনী জব্দ

অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভুয়া প্রসাধনী জব্দ


বিশেষ প্রতিনিধি: ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় নকল কসমেটিক তৈরির কারখানায় অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভুয়া প্রসাধনী জব্দ করা হয়েছে।

৭ আগস্ট সোমবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট মিয়াপাড়া সড়কে সাবেক কাউন্সিলর বাচ্চু মিয়ার বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান। এ সময় নকল পণ্য তৈরির কারখানা মালিক রাসেল চোকদারকে ২০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

রাসেল চোকাদার ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া গ্রামের বসিরউদ্দিন চোকদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেল চোকদার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল পণ্য তৈরি ও বিক্রি করে আসছিলেন। গোপনে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। 
এ সময় প্রায় পাঁচ লাখ টাকার নকল প্রসাধনী তৈরির কাঁচামালসহ বিপুল প্যাকেটজাত পণ্য জব্দ করা হয়।

কারখানাটিতে দেশি বিদেশি বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল বিউটি ক্রিম, স্কিনক্রিমসহ ১৩টি প্রসাধনী পণ্য তৈরি ও বাজারজাত করতেন রাসেল চোকদার।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়। 

এ সময় কারখানার মালিক রাসেল চোকদারকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নকল মালামালগুলো জব্দ করা হয়।

Monday, 7 August 2023

সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং


বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ৯ই আগস্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন এবং গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। 

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ আগষ্ট সোমবার বিকেল ৪ টায় উপজেলার অফিসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। 
প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে "বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে ঘোষণা করবেন। এ সময় তিনি আরও বলেন ফরিদপুর সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প এর আওতায় ৭৩১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ১ম পর্যায়ে ৩১২টি, ২য় পর্যায়ে ১৫৩ টি ও ৩য় পর্যায়ে ২৬৬টি গৃহ নির্মাণ করে উপকারভোগীদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। 

উক্ত প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, স্থানীয় সরকার বিভাগের সদর উপজেলা প্রকৌশলী মো: আলমগীর কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রমুখ।
বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার

বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার


একে আজাদ: রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্র থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোঃ বাপ্পি (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৭ আগষ্ট) দুপুর ১.১০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বাপ্পি রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেনডাঙ্গা তত্ত্বীপুর এলাকার মো: মোঃ আব্দুল কাদেরের ছেলে। 

গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা টু রাজবাড়ীগামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসানো হয়। পরে একটি মাহেন্দ্র টেম্পু গাড়ীতে থাকা যাত্রীবেশী বাপ্পির কাছ থেকে অবৈধ বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড রিভলবারের তাজা গুলি উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল আসামী।

আসামী বাপ্পির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Wednesday, 2 August 2023

রাজেন্দ্র কলেজ ছাত্র প্রান্ত হত্যার মূল আসামিসহ গ্রেফতার ৪ জন

রাজেন্দ্র কলেজ ছাত্র প্রান্ত হত্যার মূল আসামিসহ গ্রেফতার ৪ জন


রবিউল হাসান (রাজিব): ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (উদ্ভিদবিদ্যা) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলোচিত প্রান্ত মিত্র (২৩) ছিনতাইকারীদের হাতে নিহত হন। 

এই হত্যাকান্ড ও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে জব্দ করা হয়েছে হত্যাকান্ড ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত। 

গ্রেফতারকৃতরা হলো, তানভীর আহম্মেদ সজিব শেখ (২৩), ইসরাফিল মল্লিক (৩৪), সিফাতুল্লাহ বেপারী (১৯) ও মাসুম শেখ (৩৪)। তাদের নিকট থকে হত্যাকান্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, সেভেন গিয়ার চাকু ও রেঞ্জ সহ হত্যাকাণ্ডের সময় হত্যাকারীর গায়ে থাকা রক্তমাখা জামা-কাপড়, জুতা ও বেল্ট উদ্ধার করা হয়। এদের মধ্যে প্রথম তিনজন ছিনতাই ও হত্যাকান্ডে অংশ নেন আর শেষোক্ত মাসুম তাদের মোটরসাইকেল সরবরাহ করেন। 

বুধবার (২ আগস্ট) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। পুলিশ সুপার মো. শাহজাহান বলেন,  গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবী। জেলখানা থেকে তাদের একে অপরের সাথে সখ্যতা ও সংঘবদ্ধতা। তারা মাদকসেবন ও পতিতালয়ে ফুর্তির জন্য এসব ছিনতাই করতো। তিনি বলেন, গত ২৫ জুলাই রাত ২টার দিকে হৃদয় নামে এক বন্ধুর বোনের ডেলিভারি সংক্রান্ত জটিলতায় সহায়তা করতে প্রান্ত শহরের ওয়ারলেসপাড়ার বাসা হতে বের হন। এরপর একটি রিকশায় হাসপাতালে যাওয়ার পথে আলিমুজ্জামান ব্রীজের ঢালে তিন ছিনতাইকারী তার স্মার্ট ফোন ও ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে তার বুকে চাকু দিয়ে কোপ মেরে তাকে হত্যা করে। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ছিনতাইকারীরা প্রান্তকে হত্যার পরে রাত পৌনে ৪টার দিকে আলীপুর বাদামতলী সড়কে একজন সবজিবিক্রেতার ভ্যান থামিয়ে ৩ হাজার টাকা ছিনতাই করে। রাত সোয়া ৪টার দিকে ঝিলটুলীতে পুরাতন পাসপোর্ট অফিসের সামনে ধুলদি মসজিদের ইমাম মুফতি আবু নাসিরের নিকট থেকে চাপাতির ভয় দেখিয়ে একটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনতাই করে। 

ভোর ৪টা ৫০ মিনিটের দিকে শহরের কমলাপুরে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে জখম করে তার স্মার্ট ফোন ছিনতাই করে। তারপর ভোর ৫টার পরে তারা পূর্ব খাবাসপুর অন্ধকল্যাণ হাসপাতালের সামনে শরীফ উল্লাহ মাহমুদ মিয়া নামে একজন চিকিৎসকের নিকট থেকে একটি ল্যাপটপ, একটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনতাই করে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এসব গণ ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকতা, থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে পুলিশের একটি চৌকস টিম গঠন করে মামলার তদন্ত পরিচালনা করা হয়। বিভিন্ন সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ঢাকার শ্যামপুর হতে তানভীর আহম্মদ সজিব শেখকে গ্রেফতার করা হলে তার নিকট থেকে নিহত প্রান্ত মিত্রের ছিনতাই হওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী মধুখালী হতে আরেক আসামী ইসরাফিল মোল্লাকে গ্রেফতার করার পর তার নিকট থেকে যাদু মিয়ার ছিনতাই হওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
এদিকে, সংবাদ সম্মেলন শেষে নিহত প্রান্তের মা পুতুল মিত্র সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কন্ঠে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, আমিতো টিকতে পারতেছিনা। আমার বাবা সারাজীবন পরের উপকার করতে করতে নিজের জীবন দিয়ে গেলো। এমনভাবে আর কারো জীবন যেনো না যায়। সংবাদ সম্মেলনে পুলিশের অন্যান্য কর্মকতাগণ ছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদয় নামে এক বন্ধুর ফোন পেয়ে শহরের ওয়ারলেসপাড়ার বাসা থেকে রিকশায় করে শিশু হাসপাতালের উদ্দেশে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। এর দুদিন পরে বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এ মামলা করেন।

Tuesday, 1 August 2023

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ বিধান বাতিলের দাবিতে মানববন্ধন

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ বিধান বাতিলের দাবিতে মানববন্ধন


বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী স্বতন্ত্র প্রার্থীকে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ ধারা ১২ (২)(৩এ) (এ) বাতিলের দাবিতে ২৯ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে স্বতন্ত্র প্রার্থী অধিকার রক্ষা পরিষদ এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে নিবন্ধিত/অনিবন্ধিত রাজনৈতিক দল ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে আগ্রহী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে স্বতন্ত্র প্রার্থী অধিকার রক্ষা পরিষদের আহবায়ক মোঃ মোস্তফা আল ইহযায বলেন, এক—এগারোর সেনা নিয়ন্ত্রিত অগণতান্ত্রিক সরকার ২০০৮ সালে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ বিধানটি আরপিওতে অন্তর্ভুক্ত করে ছিলো। 

এর উদ্দেশ্য ছিল, জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা। ভোটাররা গোপন কক্ষে ভোট দেন। এতে প্রতিনিধি নির্বাচনে তাদের সুরক্ষার পাশাপাশি গোপনীয়তা বজায় থাকে। কিন্তু এক শতাংশ ভোটার যখন নির্বাচনের পূর্বেই স্বাক্ষর করেন এতে তাদের গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ে যা প্রতিটি ভোটারের জন্য ঝুঁকিপূর্ণ ও অসাংবিধানিক। এই প্রক্রিয়াটি বাংলাদেশের সংবিধান এবং মৌলিক অধিকারের পরিপন্থী। এতে হাজার হাজার ভোটার কে ক্ষতির সম্মুখীন করা হচ্ছে।

আমরা মনে করছি, এখনো সময় আছে, নির্বাচন কমিশন যেসব ভুল ত্রুটি করেছে, সেসব ভুলত্রুটি খুব দ্রুত সংশোধন করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা তৈরী করে জনগণের আস্থার প্রতিফলন ঘটাবেন। আমরা  নির্বাচন কমিশন ও সরকারকে আগামী ৩০ দিনের মধ্যে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ বিধান বাতিলের দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনের ভুল ত্রুটি সংশোধন করে আগামী দ্বাদশ সংবাদ নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরির অনুরোধ করছি।

এসময় তিনি আরও বলেন, ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। ২০১১ সালে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 'তত্ত্বাবধায়ক সরকার এর বিধান তুলে দিয়ে, সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে এবং স্বতন্ত্র প্রার্থীদের অগ্রিম ১% ভোটারের স্বাক্ষর প্রদান ধারা ১২ (২) (৩এ)(এ) বহাল করে অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থায় বাঁধা সৃষ্টি করে ও অগণতান্ত্রিক নতুন ধারা প্রতিষ্ঠা করে। 

যেখানে বর্তমান ক্ষমতাসীন দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছে, সেখানে এক—এগারোর সেনা নিয়ন্ত্রিত অগণতান্ত্রিক সরকারের করা বিধানের বৈধতা দিয়ে অগণতান্ত্রিক কালাকানুন চালু করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাই এই কালাকানুন কে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য বলে আমরা মনে করছি।

সংগঠনের সদস্য সচিব, রফিক ইসলাম সম্রাট বলেন, ৫ জানুয়ারী ২০১৪ এবং ৩০ ডিসেম্বর ২০১৮ দুটি নির্বাচন হয়েছে, এসব নির্বাচন প্রশ্নবিদ্ধ ও অগণতান্ত্রিক বলে স্বীকৃত হয়। এসব নির্বাচনে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ কালাকানুনের কারণে স্বতন্ত্র প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে না দেওয়ায় সাধারণ ভোটারগণ ভোট কেন্দ্র বিমুখ হয়ে পড়েছে, যা ২০১৪—২০১৮ এ প্রদত্ত মোট ভোটের অনুপাত থেকে দৃশ্যমান। তাই অনতিবিলম্বে আমাদের দাবি মনে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ বিধান বাতিল করে শর্তহীনভাবে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।

এসময় সংগঠনের পক্ষ থেকে অনতিবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে এক দফা দাবী সরকার ও নির্বাচন কমিশনের নিকট উপস্থাপন করা হয়।

১। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের পূর্ব স্বাক্ষর করণ ধারা ১২ (২) (৩এ) (এ) বাতিল করতে হবে।

এসময় মধ্যে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক হুমায়ুন কবির হিরু (সাবেক সাংসদ), মোহাম্মদ আলী আজম ,যুগ্ম আহবায়ক, স্বতন্ত্র প্রার্থী অধিকার রক্ষা পরিষদ, মেজর জেনারেল আমসাআ আমিন (অবঃ) , চেয়ারম্যান, নৈতিক সমাজ, সুলতান জিসান উদ্দিন প্রধান, আহ্বায়ক, বাংলাদেশ জনমত পার্টি, এডভোকেট ইকবাল কবির, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বাংলাদেশ জনদরদী পার্টি, আবুল কাশেম মজুমদার, চেয়ারম্যান বাংলাদেশ জাস্টিস পার্টি, মোঃ হাসান সভাপতি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), আবু আহম্মেদ ভুইয়া, আহ্বায়ক, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত ও প্রবাসী কল্যাণ দল, মুহাম্মদ হাবিবুর রহমান ইত্যাদি সাগর, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বাংলাদেশ ইত্যাদি পার্ট প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ ও রতন সরকার স্মৃতিপদক প্রদান

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ ও রতন সরকার স্মৃতিপদক প্রদান


বিশেষ প্রতিনিধি : সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন,”সরকার সাংবাদিকদের স্বার্থরক্ষায় করছে।

বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিক বান্ধবনেত্রী। তিনি সাংবাদিকদের কল্যানে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন”। 

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগে পদার্পণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়াল) তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পী সরদার।

সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সভায় সারাদেশের সাংবাদিকদের প্রস্তাব সমর্থনে আহমেদ আবু জাফরকে সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া যুগে পদার্পণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আলোচনাসভা, কেক কাটা, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ ও রতন সরকার স্মৃতিপদক প্রদান করা হয়।

বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ আবু জাফর তার বক্তব্যে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

সভায় অনন্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক খান, আমির হোসেন, সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন , জিয়াউদ্দিন তাওহীদ,সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, কুমিল্লা জেলা সভাপতি জসিম উদ্দিন চাষী, নরসিংদী জেলার সভাপতি মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি আব্দুল হাকিম রানা, গাজীপুর জেলা সভাপতি আব্দুল হামিদ খান, বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মৃধা, পটুয়াখালী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আমির হোসাইন, বগুড়া জেলা সভাপতি মমিনুর রশিদ শাইন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রহিত, ফেনীর কাজী নোমান, ঝালকাঠির এস এম রেজাউল করিম, নোয়াখালী জেলার সভাপতি মানিক ভূঁইয়া, শ্রীপুর শাখা সভাপতি নাজিম উদ্দিন, সম্পাদক বাতেন বাচ্চু, টেকনাফ শাকার সাধারণ সম্পাদক আরাফাত সানি বাকেরগঞ্জ শাখার সভাপতি জিয়াউল হক আকন প্রমূখ।

এ সময় সদ্যপ্রয়াত সাংবাদিক রতন সরকারের ভাই কনক ওয়াজেদ, কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা, জামালপুরের শেলু আকন্দ ও রাজবাড়ীর জেলার পাংশার উপজেলার দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি নির্যাতিত সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ নির্যাতনের চিত্র তুলে ধরে।


Monday, 31 July 2023

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন “সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ”

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন “সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ”


জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলন-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩১শে জুলাই সোমবার বিকেল ৫:৩০টায় ইউনিয়নের মমিনখার হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড সরদার আওয়াল হাসান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাড়া দেশের ন্যায় ফরিদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা। 

আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদে খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, ১নং যুগ্ম সম্পাদক পদে তৌফিকুল আল-মামুন এর নাম ঘোষনা করে ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা যায়। 

এ ছাড়াও আওয়াল সরদারকে কোতোয়ালি থানা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ।

Tuesday, 25 July 2023

প্রবাসীর জমি থেকে মাটি বিক্রি করে দেওয়ায় বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রবাসীর জমি থেকে মাটি বিক্রি করে দেওয়ায় বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লিখিত অভিযোগ


আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে টোনারচর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়ার বিরুদ্ধে প্লট আকারে জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। 

এই ঘটনায় একই উপজেলার জাটিকগ্রাম পশ্চিমপাড়া সৌদি প্রবাসী আজিজ শেখ এর স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভা ৮নং ওয়ার্ডের ফায়ার সার্ভিসের পাশে গত ২৪ জুলাই আজিজ শেখের জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটিয়া অন্যত্র বিক্রি করে দেয়। সরেজমিনে জানা যায়, বিগত ২০০৯ সাল মিঠাপুর মৌজা বি এস খতিয়ান ১৭১,হাল দাগ নং ১২, শতাংশ ৮ আজিজের নামের দলিল হয়। তারপর থেকে তারা দখলে আছে। পার্শ্ববর্তী বিএস খতিয়ান ১৭১,হাল দাগ নং ১৪, বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়া জমি খরিদ করে দখলে রয়েছে। হঠাৎ করে বীর মুক্তিযোদ্ধার সাইনবোর্ডে মুনজু মিয়া প্রবাসীর স্ত্রী রোকেয়াকে না জানিয়ে জোরপূর্বক জমি থেকে গর্ত করে মাটি কেটে বিক্রি করে দেয়। 
রোকেয়া বেগম বলেন, স্বামী বিদেশ থাকায় এ ঘটনা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে বাধা দিলে মুনজু মিয়া আমাকে ভয় ভীতি দেয়। পুনরায় মাটি কেটে নেয়ার হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই। 
এদিকে বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়া বলেন, আমাদের মধ্যে আপোষের কথাবার্তা হয়েছিল তাই জমি থেকে মাটি কেটেছি। তবে সাংবাদিক আরো প্রশ্ন করলে বলেন, আমাদের মধ্যে কোন লিখিত  আপোষ নাই। আমার জমির পূর্বের মালিক নয়ন দলিলে নকশা বা চৌহরদি করে জমি বিক্রি করেছে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক বলেন, রোকেয়া বেগম একটি লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত করে সুষ্ঠু সমাধান দেয়া হবে।
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রের লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের আলিপুর ব্রিজ সংলগ্ন রাস্তার উপর থেকে  আজ মঙ্গলবার সকাল সাতটায় ফরিদপুর  সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র, পিতা- বিকাশ মিত্র, সাং- ওয়ারলেস পাড়া (সুনীল দত্তের বাড়ি), থানা- কোতোয়ালি, জেলা- ফরিদপুরের লাশ স্থানীয় কোতোয়ালি থানা পুলিশ উদ্ধার করে।

উদ্বারকৃত লাশের শরীরে ধারালো অস্ত্রের একটা আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে  লাশের ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রক্রিয়া চলমান রয়েছে। 

হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
গণধর্ষণ ও হত্যা মামলার ৫ আসামিকে ফাঁসির আদেশ ও অর্থদন্ড

গণধর্ষণ ও হত্যা মামলার ৫ আসামিকে ফাঁসির আদেশ ও অর্থদন্ড


বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে পাটকল শ্রমিক কাজলী রেখাকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জন আসামীকে ফাঁসির আদেশ ও প্রত্যেক আসামীকে ১ লাখ টাকা করে জরিমানা দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।

সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এই রায় দেন। এ সময় সকল দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিল।

আসামীরা হলেন চুন্নু সিকদার, মোঃ নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা, মোঃ নাসির খান নয়ন।

দীর্ঘ শুনানী শেষে আদালত আজ এই রায় দেয়। মোবাইল কল লিস্টের সুত্র ধরে আসামী সনাক্ত করে গ্রেফতার করে পুলিশ।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ অক্টোবর জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকার আসামীরা একটি মাঠের মধ্যে গণধর্ষন করে। 

ঘটনা সবাইকে জানিয়ে দিতে পারে এমন শঙ্কা থেকে সকল আসামী মিলে কাজলীর গলায় গামছা পেচিয়ে তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় অজ্ঞাত আসামী করে নিহতের মা কল্যানী বিশ্বাস বাদী মধুখালী থানায় মামলা দায়ের করে।
২ টি আগ্নেয়াস্ত্র রামদাসহ ৭ জন ডাকাত আটক

২ টি আগ্নেয়াস্ত্র রামদাসহ ৭ জন ডাকাত আটক


বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে ২টি আগ্নেয়াস্ত্র, গুলি, রামদা, চাকু ও অন্যান্য সরঞ্জামসহ ৭ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব-৮। এসময় ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

২৪ জুলাই সোমবার বিকেল ৫টায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পে এক প্রেস ব্রিফ্রিংয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।

সোমবার ভোরে ফরিদপুর সদর উপজেলার পাইককান্দী গ্রামে ফরিদ শেখের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ডাকাতদের আটক করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ডাকাতি করে পালানোর সময় আলম হোসেন, শফিকুল শেখ, ওমর ফারুক, মুসা সিকদার, সবুজ মাতবর, শাহাদাত খান, খোকা শেখকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ, রামদা, চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের ৬জনের বাড়ি ফরিদপুরের বিভিন্ন থানাধীন ও একজনের বাড়ি রাজবাড়ী।

তিনি আরও জানান, এদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় ডাকাতি মামলা ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও মাদকের মামলা রয়েছে।

Saturday, 22 July 2023

বগুড়া হরিজন ফুটবল টুর্নামেন্টে ফরিদপুর বান্ধবপল্লী দল চ্যাম্পিয়ন

বগুড়া হরিজন ফুটবল টুর্নামেন্টে ফরিদপুর বান্ধবপল্লী দল চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি: বগুড়ার চক সুত্রাপুর হরিজন যুব উন্নয়ন পরিষদ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে অপরিচিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুরের আলিপুর বান্ধব পল্লী ফুটবল দল।

প্রতিযোগিতায় রানারস আপ হয়েছে নাটোর জেলা দল।

গত শুক্রবার বিকেলে বগুড়া জেলার করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনালে ফরিদপুর জেলা দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্টে এ দুটি দল ছাড়াও আরো ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলি হচ্ছে স্বাগতিক বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজবাড়ী পাবনা ও জয়পুরহাট।

টুর্নামেন্টে প্রথম খেলায় ফরিদপুর জেলা দল ট্রাইবেকারে বগুড়া জেলা  দলকে ৪/৩ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠে। সেমিফাইনালে নাটোর জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। দিনব্যাপী এই মাঠে সাতটি খেলা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতাটি একদিনেই করা হয়।

খেলার চ্যাম্পিয়ন দল ট্রফি ও ১৫০০০/- টাকার প্রাইজমানি পুরস্কার পায়। ফরিদপুর দলের পক্ষে সৌরভকে ম্যান অফ দ্য ফাইনাল ঘোষণা করা হয়। 
খেলা শেষে বগুড়া হাড়ি সমাজের মন্ডল নীরোদরাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বগুড়া পৌরসভার ১নং প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তপন চক্রবর্তী, ফরিদপুর হাঁড়ি সমাজের মন্ডল শ্যামল কুমার জমাদার, রাজবাড়ি সমাজের সহকারী মন্ডল দীপক রাম, সুরেন রাম ও কোষাধক্ষ্য টুটুল রাম। 

উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলা গুলো উপভোগ করেন।

Friday, 21 July 2023

র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে মহিলা ডাকাতসহ ছয়জন গ্রেফতার

র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে মহিলা ডাকাতসহ ছয়জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে অভিনব কায়দায় ডাকাতির সাথে জড়িত ডাকাত সর্দারসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ টায় ফরিদপুর র‌্যাব-৮ এর সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ (বরিশাল) এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে চেতনানাশক ঔষধ মিশিয়ে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার কানাইপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এক নারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শার্টার গান, দুটি কার্তুজ, ১১টি মোবাইল সেট, ৪ আনা ও ১২ আনা ওজনের স্বর্ণালংকার, ১টি রুপার চেইন, গ্রান্ডিং মেশিন, চাকু, হাতুরি, রামদা ও নগদ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।


গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন রিপন ফকির (৩৩), নিশাদ মোল্লা (৪০), শহিদুল মোল্লা (৩১), হাদি ইকবাল (৩৪), বেলায়েত হোসেন (৩৫), ও সেলিনা আক্তার (৩৩)। আটকদের বাড়ি ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায়।

এছাড়া আটক প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২ থেকে ৮টি মামলা রয়েছেও বলে জানান এই কর্মকর্তারা।


উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনে ও ডাকাতি মামলা প্রক্রিয়াধীন।

এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tuesday, 18 July 2023

কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীতে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীতে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি: সরকারের পদত্যাগের একদফা দাবীতে বিএনপি'র কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচী  অনুযায়ী সংগঠনের ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগ ও মহানগর শাখার আহবায়ক এ্যাড. মোদাররেস আলী ইছার সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা বারোটায় ফরিদপুর শহরের কাঠপট্টি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হতে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাজবাড়ী রাস্তার মোড়স্থ জেলা পরিষদ মার্কেটের সামনে এসে শেষ হলে এক সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়।

 এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, জাতীয়তাবাদী যুবদলের  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুবুল আলম ভূইয়া পিংকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ্ মোঃ আবু জাফর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, এম টি আখতার টুটুল, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম নান্নু, যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের আহবায়ক বেনজির আহমেদ তাবরীজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা বলেন বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে আর কোন নির্বাচন করতে দেওয়া হবে না।
ডিবি পুলিশের অভিযান, ১৩০০ পিচ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন গ্রেফতার

ডিবি পুলিশের অভিযান, ১৩০০ পিচ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন গ্রেফতার


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২৬ (একশত ছাব্বিশ) বোতল ফেন্সিডিল সহ আটক একজন।

"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার  পুলিশ সুপার, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ১৭ জুলাই দুপুর ১.১৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই দীপন ‍কুমার মন্ডল, এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী পৌরসভা ৬নং ওয়ার্ড, সজ্জনকান্দা সাকিনস্থ ধুরজুটি চক্রবর্তীর বাড়ীর ভাড়াটিয়া জনৈক শাহজাহান চৌধুরীর ভাড়াকৃত বাসার মধ্য হতে আসামী ১। মোঃ শাহজাহান চৌধুরী (২৮), পিতা-হযরত চৌধুরী, সাং-বড় চরবেনীনগর, এ/পি সাং-সজ্জনকান্দা জনৈক ধুরজুটি চক্রবর্তী এর বাসার ভাড়াটিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১৩০(একশত ত্রিশ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৯০,০০০/- টাকা এবং ১২৬ (একশত ছাব্বিশ) বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল, ওজন ১২,৬০০ এমএল, অর্থাৎ ১২.৬ লিটার ফেন্সিডিল, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৭৮,০০০ টাকা এবং ধৃত আসামীর মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েট মোবাইল সেট সহ হাতে-নাতে গ্রেফতার করেন।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত” হয়েছে। 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলা পরিষদে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। 
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো: আখতারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন,  কোতোয়ালি থানা ওসি (অপারেশন) মো: গাফফার হোসেন।

এছাড়াও আরো অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান মোল্লা,  উপজেলা প্রোগ্রাম অফিসার মহিলা বিষয়ক অধিদপ্তর এম.এ নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আমানুর রহমান, উপজেলার তথ্য আপা, লায়লা নূর হীরা, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো: আলতাফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম বাদশা মিয়া প্রমুখ অন্যান্য ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
এছাড়াও বেসরকারী সংস্থার প্রতিনিধি ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড শিপ্রা গোস্বামী, সাংবাদিক, সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের সদ্যসগণ প্রমূখ।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আসাদুল্লাহ। 
মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাইগ্রেশন প্রোগ্রাম ফরিদপুর এমআরএসসি খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।
কর্মশালায় বিদেশফেরত অভিবাসীরা তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলেন ধরেন। এছাড়া সকলের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের সেবা সংক্রান্ত বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
মৎস্যজীবী দলের উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত

মৎস্যজীবী দলের উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শাখার মৎস্যজীবী দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই রবিবার বিকেল ৫টায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নওয়াপাড়ায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক খন্দকার আবদুছ ছামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া।

এ কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মো: শাহ্ শফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল আহমেদ। 
এ কর্মী সভায় আরোও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সম্পাদক কামরুল হোসেন, হামিরদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: লিটন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওসমান মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাতুব্বর, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি (প্রস্তাবিত) কামাল হোসেন, সাধারণ সম্পাদক রবিন সোহেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আশরাফ ইসলাম প্রমুখ।

এ কর্মী সভার অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক (প্রস্তাবিত) মো: রবিন সোহেল।

এ সভার ২য় অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মো: তৈয়বুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো: রবিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: জুবায়ের হোসেনকে ঘোষণা করেন জেলা কমিটির নের্তৃবৃন্দরা। 

Saturday, 15 July 2023

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ৮ জন জুয়াড়ি

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ৮ জন জুয়াড়ি

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৩ জুলাই রাত ১১:২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকার মোঃ আমিনুল ইসলাম (৩৭), পিতা-মোঃ সামছুল শেখ এর টিনের তৈরি একচালা ছাপড়া ঘরের ভিতর হতে আসামী ১। মোঃ আমিনুল ইসলাম (৩৭), পিতা-মোঃ শামছুল শেখ, ২। মোঃ রিয়াজ শেখ (৩২), পিতা-মিরজান শেখ, ৩। মোঃ নুর ইসলাম সরদার (৪৫), পিতা-মৃত জাকের আলী, ৪। মোঃ খলিল বেপারী (৪৭), পিতা-মৃত মান্নান বেপারী, ৫। মোঃ কামাল শেখ (৫০), পিতা-মৃত জোমারত শেখ, ৬। মোঃ কাদের মোল্লা (৪২), পিতা-মৃত হোসেন মোল্লা, ৭। মোঃ আলমগীর শেখ (৩৮), পিতা-আব্দুল হাকিম শেখ, ৮। মোঃ নাজির হোসেন শেখ (৫৪) পিতা-মৃত হাতেম আলী শেখ, সর্ব সাং-আলাদীপুর, আলীপুর ইউনিয়ন, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ১,০৩০/-(এক হাজার ত্রিশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২ (দুই) পেটি (বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাব খাতাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। 

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি জাহাঙ্গীর শাহ্ ও সাধারণ সম্পাদক সেলিম

কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি জাহাঙ্গীর শাহ্ ও সাধারণ সম্পাদক সেলিম


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফকির মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকেল পাঁচটায় ‌তাম্বুলখানা কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠে সংগঠনের এি-বার্ষিক সম্মলন-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, সহ-সভাপতি কেএম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখশানা আহমেদ মেহেবী, জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  কোতোয়ালি থানা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা  বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাড়া দেশের ন্যায় ফরিদপুরে  ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। 
আলোচনা সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোঃ জাহাঙ্গীর শাহ্ কে সভাপতি, মোঃ সেলিম শেখকে সাধারণ সম্পাদক, ও জাহাঙ্গীর সর্দারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা যায়। 

এছাড়া ফকির মোঃ সিদ্দিকুর রহমানকে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি করা হয়।

Thursday, 13 July 2023

ওয়ান শুটারগানসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

ওয়ান শুটারগানসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

 


মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা: খুলনা র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামে কতিপয় এক ব্যক্তি অস্ত্র বিক্রয় এর উদ্দেশ্যে গত বুধবার ১২ই জুলাই এর রাতে অবস্থান করেন।

এমন তথ্যের ভিত্তিতে খুলনার র‍্যাব-৬ এর একটি দল উক্ত তারিখে খুলনার শেখপুরা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ১মোঃ বেল্লাল সরদার (৩৭), থানা-তেরখাদা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ২টি গুলি উদ্ধার পূর্বক জব্দ করেন। 

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়া ধীন।

বাখুন্ডা বাজারে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার  ছয়জন

বাখুন্ডা বাজারে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ছয়জন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরতলীর বাখুন্ডা বাজারের নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: শাহজাহান ডাকাতদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের পালং থানার চরগাজীপুর এলাকার কাজল দেবনাথ (৪৭), একই জেলার গোসাইরহাট থানার রানীসার এলাকার শহিদ ওরফে আবুল (৩৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী (৭০), মুন্সিগঞ্জের লৌহজং থানার দক্ষিণ হলদিয়া এলাকার এমারত হোসেন (৪০), কুড়িগ্রামের খাউরার পাড় এলাকার সাইদুল সরকার (২৭) ও ঢাকার দোহার থানার মেঘুলা এলাকার উজ্জল দাস (৩৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: শাহজাহান সাংবাদিকদের জানান গত রবিবার যশোরের বেনাপোল থেকে প্রথমে কাজল দেবনাথকে গ্রেফতার করা হয়। পর দিন তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হলে সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয় কাজল দেবনাথ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার  রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে উজ্জল দাস (৩৮) এবং মুন্সিগঞ্জের শ্রীপুর থেকে শহিদ ওরফে আবুল, আনোয়ার হোসেন ও এমারত শেখ, সাইদুল সরকারকে গ্রেপ্তার করা হয়। 
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে এমারত শেখ ও সাইদুলের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও উজ্জল দাসের নিকট হতে লুণ্ঠিত অলংকারের মধ্যে ৮ আনা ওজনের গলানো স্বর্ণের বার এবং ২০ ভরি রূপা উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃতরা ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারে ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। 
ফরিদপুরের কোতয়ালী থানার এসআই জব্বার ও কনস্টেবল হিমেল এ অভিযানে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ জলিলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এর আগে গত ৩ জুলাই দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকায় র‍্যাব ও পুলিশ মিলে যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করে। 
প্রসঙ্গ, গত ২৭ মে রাতে গভীর রাতে ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারের নৈশ্য প্রহরীদের বেঁধে মারধর করে জুয়েলারীসহ বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমান মালামাল লুট করে। চারটি ডাকাতদলের ২০ থেকে ২৫ জন এতে অংশ নেয়।
ওই ঘটনায় ডাকাতি হওয়া দোকানের মালিকরা বাদি হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

Monday, 10 July 2023

ডিবি পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক

ডিবি পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে ‌আটক করেছে।

জানা গেছে ডিবির একটি চৌকস দল সালথা থানা এলাকায় অভিযান পরিচালনা করে  গতকাল ৯ জুলাই রাত ৯.১৫ মিনিটে  ফরিদপুর জেলার সালথা থানাধীন কানাইড় এর আইয়ুব মার্কেটের মোড় বটতলা নামক স্থান হতে আসামী ১। মোঃ আসলাম মাতুব্বর (২২) পিতা- ইমান মাতুব্বর, মাতা- আছিরন বেগম, সাং- গহেরপুর, থানা- নগরকান্দা, ২। আবু তাহের খান (৩৬), পিতা- কালাম খান, 
মাতা- নাজমা বেগম, সাং- খর্দ্দ লক্ষনদিয়া,
থানা- সালথা, উভয় জেলা- ফরিদপুরদ্বয়কে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। 

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Saturday, 8 July 2023

অসুস্থ সাংবাদিক আ:রাজ্জাককে দেখতে তিন সদস্য

অসুস্থ সাংবাদিক আ:রাজ্জাককে দেখতে তিন সদস্য



স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা জেলার_ রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ টাইফয়েড জ্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গত শনিবার ১লা" জুলাই।পরবর্তীতে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সাথে আজ শনিবার ৮ই জুলাই ২০২৩ দুপুর ১টা ৫৫মিনিটে হঠাৎ যে কোন এক বিষয় নিয়ে কথা হয়।

কথা শেষে এমপি আব্দুস সালাম মূর্শেদী তিনি বলেন সাংবাদিক আ : রাজ্জাক শেখের কি অবস্থা? জাহাঙ্গীর তুমি দেখো তো এবং আমাকে জানাবে, রাজ্জাক আমার খুব কাছের মানুষ তুমি তো জানো?আর তার কিছু লাগলে বলবে আমাকে।

দিন শেষে আজ ৮জুলাই সন্ধ্যায় এমপি সাহেবের কথা মত অসুস্থ আ: রাজ্জাক শেখকে দেখতে"খুলনা জেলার 

বাংলাদেশ প্রেসক্লাব রূপসা উপজেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা শাখার সদস্য ও খুলনা বিভাগীয় সহ প্রচার সম্পাদক-মোল্লা জাহাঙ্গীর আলম, ঘাটভোগ ইউনিয়নের যুবলীগ নেতা প্রণব বিশ্বাস ও ওয়ার্ড যুবলীগ নেতা দিবাকর মালাকার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।

অসুস্থ সাংবাদিক আ : রাজ্জাক শেখ এমপি আব্দুস সালাম মূর্শেদী ও তিন সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাসের চাপায় স্ত্রী নিহত ও স্বামী আহত

বাসের চাপায় স্ত্রী নিহত ও স্বামী আহত



মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা: খুলনায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামীও।

গত শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সোনিয়া আক্তার আব্দুল আলীমের স্ত্রী।

তারা দাকোপ উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর জানান, বিকেলে মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি।

এ সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে চালকের স্ত্রী রাস্তার ওপর পড়ে গেলে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর পর বাসটি জব্দ করেছে পুলিশ।

Friday, 7 July 2023

 ফরিদপুর শহরস্থ ০৯ নং ওয়ার্ডের ০৪ টি মসজিদ কমিটি ও সাধারণ মুসুল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর শহরস্থ ০৯ নং ওয়ার্ডের ০৪ টি মসজিদ কমিটি ও সাধারণ মুসুল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের শোভারামপুর, সুইসগেট বাজার সংলগ্ন  ০৯ নম্বর ওয়ার্ডে আজ সন্ধ্যা ৭ টায়  ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব এ কে আজাদ ০৪ টি মসজিদ কমিটি ও ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়। 

 এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বাবলু, ও  মনিরুজ্জামান মনির, সাবেক জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন সহ ০৯ নম্বর ওয়ার্ডের চারটি মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। 

উক্ত সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই দেশে ৫৬০ টি মসজিদ নির্মান করেছেন৷ কওমি মাদ্রাসাকে মাস্টার্স ডিগ্রি সমমানের করে দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা, এই দেশে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পদ্মা সেতু নির্মানের ফলে দক্ষিণ বঙ্গের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করেছেন এবং উক্ত ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সহ মসজিদ নির্মাণ এবং বেকার ছেলে মেয়েদের চাকরি প্রদান করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির কথা আলোচনা করেন।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

নৌ কর্মকর্তা নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভার র‌্যাবের হাতে আটক

নৌ কর্মকর্তা নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভার র‌্যাবের হাতে আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর রাজবাড়ী সড়কে বেপরোয়া গতিতে মাইক্রোবাসের চাপায় নৌবাহিনী কর্মকর্তার ক্লুলেস হত্যার ঘটনায় পলাতক গাড়ি ড্রাইভার কে আটক করেছে র‌্যাব-০৮,(ফরিদপুর ক্যাম্প)।

আজ ৭জুলাই বিকাল ৩টার সময় র‌্যাব-০৮, বরিশালের (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় থেকে পলাতক আসামী মোঃ জাকির হোসেন ওরফে জাহিদ(৪৮), পিতা আলাউদ্দিন মোল্লা, সাং-রঘুয়াপাড়া বাখুন্ডা থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করেন।

র‌্যাব সূত্রে জানা যায়,গত (২৯জুন) ঈদের দিন রাজবাড়ী জেলার সদর থানা কল্যানপুর ধানের চাতল এলাকায় ফরিদপুরের দিক হতে আসা মাইক্রোবাস ড্রাইভার বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে নৌবাহিনী কর্মকর্তা পেটি অফিসার সজিব মোল্লা (২৪) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর জন আহত হয়। এবং অপর জনকে রাজবাড়ীর সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ঘটনার পর থেকেই গাড়ি চালক পালিয়ে যায় এবং আত্মগোপন করে থাকে। উক্ত ঘটনায় এক আলোড়ন সৃষ্টি হলে ফরিদপুর র‌্যাব উক্ত মাইক্রোবাস ড্রাইভারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করেন।

তারি ধারাবাহিকতায় র‌্যাব ফরিদপুর গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে মাইক্রোবাস ড্রাইভার আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে।

 উক্ত সংবাদের ভিক্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং  স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে ফরিদপুর জেলার কোতয়ালী ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান করে মাইক্রোবাস ড্রাইভারকে আটক করেন।

উক্ত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার আহলাদিপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশের অভিযানে ছয়জন জুয়া খেলোয়ার আটক

ডিবি পুলিশের অভিযানে ছয়জন জুয়া খেলোয়ার আটক


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০৬ জুলাই রাত ১১:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুরে অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে।

এ সময় অত্র ইউনিয়নের জালদিয়া বাজারস্থ মোঃ শুক্কুর আলী (৩৫), পিতা-মৃত খোরশেদ আলী এর চায়ের দোকান ঘরের ভিতর হতে আসামী ১। মোঃ হাবিব মোল্লা (৩৫), পিতা-মৃত আবু তালেব মোল্লা, ২। মোঃ ফরহাদ শেখ (৩০), পিতা-মোঃ রশিদ শেখ, ৩। মোঃ আহাদুজ্জামান (৪৫), পিতা-মোঃ সবেদ আলী শেখ, ৪। মোঃ রইচ শেখ (৩৫), পিতা-মৃত করিম শেখ, সর্ব সাং-জালদিয়া, ৫। মোঃ মঞ্জুর হোসেন মোল্লা (৩৯) পিতা-মৃত আনোয়ার হোসেন মোল্লা, সাং-জালদিয়া বালুরচর, ৬। মোঃ রাজীব মোল্লা (৩১) পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, সাং-বানিয়ারি, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ১,৬৪৫/- (এক হাজার ছয়শত পয়তাল্লিশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২ (দুই) পেটি (বান্ডিল) খেলার তাস, একটি প্লাস্টিকের বস্তাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্তে অভিযান চলবে।

Thursday, 6 July 2023

কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী হান্নান খান

কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী হান্নান খান


বিশেষ প্রতিনিধি: আগামী ১৪ জুলাই ২০২৩ ইং শুক্রবার ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিকেল ৩টায় তাম্বুলখানা কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

কৈজুরী ইউনিয়নের বর্তমান ১নং ওয়ার্ড ফরিদপুর শহর বাইপাস সড়ক সংলগ্ন  পিয়ারপুর এলাকার মরহুম আ: জলিল খান এর মেজো পুত্র হান্নান খান। তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী অঙ্গ  ও সহযোগী সংগঠনে রাজনীতি করে যাচ্ছেন।

বিগত দিনে যে রাজনৈতিক পদে ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৈজুরী ইউনিয়নের সাবেক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ কৈজুরী ইউনিয়ন শাখার তিন বারের সাবেক সভাপতি, এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তথা রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।

এ ইউনিয়নের নবীন-প্রবীন, কিশোর-যুবক, নারী-পুরুষের পরিচিত মুখ হান্নান খান। দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনৈতিক সকল কর্মকান্ডে জড়িত থাকায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দের কাছে তার ব্যাপক প্রশংসা রয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে হান্নান খান বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকান্ডে জড়িত রয়েছি। এ ত্রি-বার্ষিক সম্মেলনে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দলীয় নেতাকর্মীরা আমার বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়ে কমিটি ঘোষনা করলে আমি শতভাগ আশাবাদী আমাকে সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব দিলে আগামীতে দলীয় কর্মকান্ডের কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হবো।

Wednesday, 5 July 2023

জোরপূর্বক পাট কাটার অভিযোগ, জমি জবরদখলের চেষ্টা

জোরপূর্বক পাট কাটার অভিযোগ, জমি জবরদখলের চেষ্টা



ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের মধুখালী উপজেলার চরবাঁশপুর গ্রামে জহুর বিশ্বাসের পরিবারের হক দখলীয় সম্পত্তিতে আবাদকৃত পাট জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু পাট কাটাই নয়, জমিও জবরদখলের অপেচেষ্টায় লিপ্ত হয়েছে তারা। ওই গ্রামের করিম খান গং এর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।   

অভিযোগে জানা গেছে, চরমহিষাপুর গ্রামের করিম খান গং চরবাঁশপুর গ্রামের জহুর বিশ্বাসের ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক পাট কেটে সম্পত্তি জবর দখলের অপচেষ্টা চালাচ্ছে। একই সাথে তারা মারামারি,হাঙ্গামা সৃষ্টিসহ বিভিন্নভাবে পরিবারকে হয়রানী করছে বলেও অভিযোগ উঠছে। করিম খান গং লাঠি- নিয়ে পাট কাটার পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে জমিতে পাহারা দিচ্ছে। 

উল্লেখ্য জহুর বিশ্বাসের সরকারি বন্দোবস্ত কৌলত মধুখালী থানার অন্তগর্ত ১৫২নং চর মহিষাপুর মৌজাস্থ খতিয়ান নং-১ /৬ দাগ নং- ২০৫ মোট জমির পরিমান ৩৯ শতাংশের মধ্যে ১৯ শতাংশ নালিশী জমি।


জহুর বিশ্বাস বলেন, দীর্ঘদিন যাবৎ আমি জমি চাষ করে আসছি আমার বাড়ি দুরে হওয়ায় করিম খান, মিজান খান, পুকার মোল্যাসহ সাত আটজন আজ বুধবার (৫ জুলাই)  ভোর ৬ টার সময় আমার জমিতে এসে পাট কাটতে শুরু করে আমি পাট কাটা বাঁধা প্রধান করতে গেলে করিমসহ তার লোকজন আমাকে গালিগালাজ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া ও মারধর করার চেষ্টা করে, আমি আমার প্রান বাঁচাতে চলে আসি এবং মধুখালী থানায় একটি সাধারন ডায়েরি করছি এবং আমার জমির আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

এব্যাপারে অভিযুক্ত করিম খানের সাথে কথা বললে তিনি বলেন পাট কাটছি তাই কি হয়েছে।  এই জমি আমার তাই পাট কাটছি। 

এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, শুনেছি পাট কাটা হয়েছে তবে থানায় সাধারন ডায়েরি করা হলেও আমি ডায়েরির কপি এখনো হাতে পায়নি কপিটি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

Tuesday, 4 July 2023

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার একজন

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার একজন

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ১৩৫ (একশত পয়ত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ১৩.৫ গ্রাম এবং হেরোইন বিক্রয়ের নগদ ৬৮০০/- (ছয় হাজার আটশত) টাকাসহ আটক এক।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। 

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ৩ জুলাই ২৩ তারিখ সন্ধ্যা ৬:৪৫ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই সনজিব জোয়াদ্দার, সঙ্গীয় অফিসার- ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পুরাভিটা) সাকিনস্থ শহিদ মিনারের সামনে আমজাদ মন্ডল (আই সি) এর বাড়ীর মধ্যে পূর্ব দুয়ারী আধাপাকা টিন সেট ঘরের  মাঝে  মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) এর শয়ন কক্ষে অবৈধ মাদকদ্রব্য হেরোইন কেনা বেঁচার সময় মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- বকশিপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানা সাং- উত্তর দৌলতদিয়া (পুরাভিটা), থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ীকে ১৩৫ পুরিয়া হেরোইন, ওজন ১৩.৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা, এবং মাদক বিক্রির ৬৮০০ টাকা সহ  হাতে নাতে গ্রেফতার করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Monday, 3 July 2023

শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন শামীম হক

শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন শামীম হক

 

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পশ্চিম আলিপুর নিবাসী শারীরিক প্রতিবন্ধী যুবক আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

তিনি আজ সোমবার রাতে ‌ফরিদপুরের আলিপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স এ প্রতিবন্ধী আবু বকরকে হুইল চেয়ার প্রদান করেন।

এ সময় ‌আবু বকরের মা ‌শামীম হকের এই অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

উল্লেখ করা যেতে পারে শারীরিক প্রতিবন্ধী আবু বকর ‌দীর্ঘ চার বছর যাবৎ কোন রকম কাজ করতে পারছেন না চলাচল করতে পারছেন না আর তখনই তার পাশে দাঁড়িয়েছেন শামীম হক। এ সময় তিনি আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।